সাদাস্রাব কেন হয় ?হলে করনীয় কি জানুন
পিল খাওয়ার পর মাসিক না হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত জেনে নিনআপনারা অনেকেই জানেন না যে সাদাস্রাব কেন হয় বা মেয়েদের অতিরিক্ত সমস্যা হলে
করণীয় কি সাদা স্রাব বা লিউকোরিয়া হল মেয়েদের একটি যৌনকাঙ্খিত সাধারণ সমস্যা
সমস্যাটি দেখা যায় বেশিরভাগ মাঝ বয়সী কিশোর কিশোরীদের মধ্যে এটি অল্প হলে
চিন্তার কিছু নেই।তবে মেয়েদের অতিরিক্ত সাদা স্রাব বৃদ্ধি পেতে থাকে তাহলে এটি
একটি চিন্তার কারণ।
পোস্ট সূচীপত্রঃতাহলে আর আপনাদের মাঝে বেশি কথা বাড়াবো না তাহলে চলুন
আজকে আমরা যে বিষয়টি জানবো সেটি হল অতিরিক্ত সাদাস্রাব হলে করণীয় কি মেয়েদের
সাদা স্রাব হলে কি ক্ষতি হয় এবং মেয়েদের সাদা স্রাব হলে কি কি সমস্যা হয় এ
বিষয়গুলো জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
সাদাস্রাব কেন হয় - অতিরিক্ত সাদা স্রাব হলে কি হয়
সাদাস্রাব কেন হয় ? তাদের শারীরিক দুর্বলতা এবং সংক্রমনের কারণে হয়ে থাকে
সুতরাং এর বিশেষ চিকিৎসা করা অপরিহার্য মেয়েদের স্রাবের রঙ যদি ধূসর সাদা বা
সবুজ হলুদ বাদামী বর্ণের হয় তবে এটি একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে মেয়েদের
যোনি চুলকানির সাথে ঘন সাদা স্রাব এর সংক্রমনের কারণে হয়ে থাকে। মেয়েদের অতীতের
সাদাস্রাবের অন্যান্য বিশেষ কারণগুলি রয়েছে যার মধ্যে একটি হল মেয়েদের যোনি
অঞ্চল অপরিষ্কার রাখা বা পরিষ্কার না রাখা।
এবং মেয়েদের অতিরিক্ত পুষ্টির ঘাটতি সেই সাথে মেয়েরা যখন জন্ম বিরতি করুন পিল
খেয়ে থাকে তার কারণে কিন্তু তাদের সাদা স্রাব হতে পারে তবে যদি আপনার পিল খেতে
হয় বা তার প্রয়োজন থাকে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন।তাছাড়া
তারা বেশি উদ্বিগ্ন হওয়ার ফলেও সাদা স্রাব হয়ে থাকে তবে মেয়েদের সাদা স্রাব
হওয়ার কিছু লক্ষণ রয়েছে যেগুলো হল।
- মাথা ঘোরা
- শারীরিক ক্লান্তি বা অস্থিরতা ভাব
- শরীর দুর্বলতা এবং
- মেয়েদের যৌন অংশ থেকে গন্ধ
- মাথাব্যথা সহ কোষ্ঠকাঠিন্য হতে পারে
যদি মেয়েদের সাদা স্রাব অতিরিক্ত হারে হতে থাকে তবে অতি দ্রুতই একজন অভিজ্ঞ
ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে দিয়ে নিয়মিত কিছু ওষুধ খেতে হবে তাছাড়া আপনি
ঘরোয়া কিছু উপায় রয়েছে যেগুলো ব্যবহার করে দেখতে পারেন নিচে তা বিস্তারিত বলা
হবে।
মেয়েদের অতিরিক্ত সাদা স্রাব হলে কি করনীয় - সাদা স্রাব কি খেলে ভালো হয়
বন্ধুরা আপনারা অনেকে জানেন না যে সাদা স্রাব হলে কি করতে হবে তাহলে চলুন আজকে
এবার আমরা মেয়েদের অতিরিক্ত সাদাস্রাব হলে করণীয় কি সে বিষয় নিয়ে জেনে
আসি।সাদা স্রাব হলে ঘরোয়া কিছু উপায় রয়েছে যেগুলো আপনি খেয়ে দেখতে পারেন যদি
আপনার সমস্যা দূর হয়ে যায় তাহলে আর কোন চিন্তার কারণ নেই তাহলে ঘরোয়া উপায়
গুলো জানা যাক।
- মেথি
- ঢেরস
- ধনিয়া
- আমলকি
- তুলসী
- ভাতের মাড় এবং
- পেয়ারা পাতা
মেথিঃ মেথি দিয়েও সাদা স্রাবের সময়ের সমস্যা সমাধান করা যায়।যেমনঃ
সেদ্ধ মেথিবীজ খেলে আপনার সাদা স্রাবের সমস্যা দূর হবে ।কিভাবে তাহলে জানুন
আধুনিক আর পানিতে কিছু পরিমাণ মেথি সিদ্ধ করতে দিন তারপরে পানি থেকে যখন মেথির রস
বের হয়ে আসবে তখন পর্যন্ত অপেক্ষা করুন এবার সেই সিন্ধ মেথি বীজের পানি যখন
ঠান্ডা হয়ে আসবে তখন সেই পানি পান করুন।
ঢেরসঃ ঢেঁড়স ও কিন্তু সাদা স্রাবের সমস্যা দূর করতে ব্যাপক ভূমিকা রাখে।
যেমন কয়েকটি ঢেঁড়স পানিতে সিদ্ধ করতে দিন এবং তার সিদ্ধ হয়ে আসার পরে তা আপনি
চটকে খেতে পারেন অনেকে আবার সঙ্গেও মিশিয়ে খেতে পারেন কারণ এর ভিতরে থাকা যে
ক্যালসিয়াম রয়েছে সেই ক্যালসিয়ামটি আপনার দেহের ভিতরে প্রবেশ করে সাদা স্রাবের
সমস্যা কে দূর করতে সহায়তা করে।
ধনিয়াঃ আপনি কিছু পরিমাণ ধনিয়া সারারাত পানিতে ভিজিয়ে রাখতে পারেন এবং
সকালে সেই পানিটা ছেকে ফেলুন তারপরে আপনি খালি পেটে সেটি খেয়ে নিন। কারণ সাদা
স্রাবের দূর করার জন্য এটি একটি সহজ ও নিরাপদ চিকিৎসা বলা যায়।
আমলকিঃ আমাদের শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন সি এর ঘাটতি রয়েছে অতএব আপনি
যদি আপনার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান তাহলে আপনাকে পোস্ট সমৃদ্ধ
ভিটামিন সি যুক্ত আমলকি খেতে হবে। এটি আপনি যেকোনো ভাবে খেতে পারেন যেমন এটি
কাঁচা গোড়া বা মোরব্বা ও ক্যান্ডি তৈরি করে খেতে পারেন ।তাছাড়া নিয়মিত যদি
আপনি আমলকি খেতে পারেন তাহলে আপনার কখনো সাদাস্রাবের সমস্যা ঘটবে না।
তুলসীঃ বিভিন্ন রোগ সারাতে তুলসীর গুণ অপরিহার্য । তাছাড়া আমাদের বিভিন্ন
রোগ সারাতে তুলসী যুগে যুগে একটি ঔষধি গুন হিসেবে কাজ করে আসছে ।এই তুলসী পাতা
আপনি পানিতে সিদ্ধ করে নিয়ে তার সঙ্গে কিছুটা মধু যোগ করে খেতে পারেন । তাহলে
এটি আপনি এভাবে প্রতিদিন দুইবার এই পানিও পান করতে পারেন এবং এ তুলসী আপনি পানিতে
সিদ্ধ করে দুধের সাথেও খেতে পারেন।
ভাতের মাড়ঃ আমরা অনেকেই বলে থাকি যে ভাতের মাড় আবার আমাদের কি হিসেবে
কাজ করে। তাহলে শুনুন সাদা স্রাবের সমস্যা দূর করতে হলে নিয়মিত আমাদের ভাতের
মাড় খেতে পারি কারণ আপনাদের যদি সাদা ছবির সমস্যায় ভোগেন তাহলে ভাতের মাড়
আপনাদের জন্য একটি অন্যতম প্রতিকার হিসেবে কাজ করে।
পেয়ারা পাতাঃ আপনার যদি সাদা স্রাবের সঙ্গে চুলকানির মতো কোনো সমস্যা
দেখা যায় তাহলে আপনি পেয়ারা পাতা গরম পানিতে সিদ্ধ করে সেটি ঠান্ডা করে নেয়ার
পরে পান করতে পারেন দিনে দুই থেকে তিনবার।
সাদা স্রাব হলে কি ক্ষতি হয়
আপনারা যারা পোস্টটি পড়ছেন তারা অবশ্যই জানতে চাচ্ছেন যে মেয়েদের সাদা স্রাব
হলে কি ক্ষতি হয় হ্যাঁ মেয়েদের সাদা স্রাব হলেও ক্ষতি হয়।যদি সেটি অতিরিক্ত
হয় এবং আপনি তার সঠিক চিকিৎসা না নেন সেই সাথে ভিটামিন ক্যালসিয়াম আপনার
শারীরিক দুর্বলতার জন্য হয়ে থাকে। আপনার দেহে যদি ভিটামিন এবং ক্যালসিয়ামের
ঘাটতি থাকে তাহলে আপনার শরীর দুর্বল হয়ে যাবে।
- মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে থাকে তাহলে আপনার শারীরিক দুর্বলতা কাজ করবে।যদি কখনো দেখেন যে আপনার সাদা স্রাবের সাথে মাসিকের পথে এবং তার আশপাশে কোন চুলকানি হয় তাহলে অবশ্যই আপনি দ্রুত চিকিৎসা নিন কারণ এই ক্ষেত্রে কয়েক ধরনের জীবাণু আপনার থাকতে পারে।
- যেমন একটি জীবন হল ট্রাইনের মনিয়াসিস আবার একটি ছত্রাক যার নাম ক্যান্ডিস এই ভাবে সংক্রমণ হয়ে থাকে তাছাড়া ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস নামেও কিছু জীবাণু দিয়ে এই সংক্রমণ হতে পারে অনেক সময় দেখা যায় যে দুই তিন ধরনের জীবাণু একত্র হয়ে এ ইনফেকশন তৈরি করে তাই আপনি যদি অতিরিক্ত সাদাস্রাব হতে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন নইলে অন্যথায় আপনার ক্ষতি হতে পারে।
ঘন সাদা স্রাব কেন হয় - জমাট বাঁধা সাদা স্রাব কেন হয়
মেয়েদের সাদা স্রাব হলে ঠিকভাবে যদি হয় তাহলে কোন সমস্যা নেই তবে অনেক সময়
দেখা যায় এটি সম্পূর্ণ কারণেও হয়ে থাকে। তাছাড়া এটি যদি আপনার পরিমাণের চেয়ে
অতিরিক্ত হারে হয়ে থাকে তাহলে যে সমস্যাগুলো হবে তা হলঃ
সাদা স্রাব এই সময়ে বেশি হবে এবং দুর্গন্ধযুক্ত হতে পারে এবং মেয়েদের যোনিপথে
চুলকানি হতে পারে। তাছাড়া মেয়েদের যোনিপথে জ্বালাপোড়া সমস্যাও হতে পারে এবং
যদি সেটি ব্যাকটেরিয়া বা সংক্রমণের কারণে হয়ে থাকে ।তাহলে এই তরলটির রং কয়েক
রকমের হয় এবং ঘন ও দুর্গন্ধযুক্ত হয়।
সাদাস্রাব হওয়ার কয়েকটি প্রধান কারণ হলোঃ
- মেয়েদের গোপনাঙ্গ সঠিকভাবে পরিষ্কার না রাখা বা অপরিচ্ছন্ন রাখা
- যেকোনো পরিস্থিতি সম্পর্কে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়া
- একটি নতুন পুরুষের সঙ্গে সহবাস করা
- ঘন ঘন গর্ভপাত হওয়া
- কোন কোন ধরনের সংক্রমনের কারণে শরীরে বিভিন্ন ধরনের পুষ্টি এবং ক্যালসিয়ামের অভাব
- বিভিন্নভাবে অনিয়মিত রক্তপাত
- আপনার দেহের মাসিক চক্রের মাধ্যমে বিভিন্নভাবে হরমোনের পরিবর্তন
সাদা স্রাব হলে কি মাসিক হয়
এতক্ষণ পরে আপনাদেরকে জানিয়েছি যে মেয়েদের অতিরিক্ত সাদা স্রাবের কারণ কি
সাদাস্রাব হলে করণীয় মেয়েদের সাদা স্রাব হলে কি ক্ষতি হয় মেয়েদের সাদা স্রাব
হলে কি কি সমস্যা হয়।তবে এই বিষয়গুলো নিয়ে আমরা উপরোক্তভাবে আলোচনা করেছি।তার
পরেও এখন আমরা মেয়েদের সমস্যা হলে কি মাসিক হয় এই বিষয়ে নিয়ে বিস্তারিত
আলোচনা করব।
ঘন ঘন সাদা স্রাব মানে এটিও হলো একটি মাসিক চক্রের স্বাভাবিক অংশবিশেষ সাধারণত
যোনি পরিষ্কার না করার ফলে মেয়েদের এই সমস্যাটা হয়ে থাকে তবে মহিলাদের
সাদাস্রাবের ধারাবাহিকতা এবং সাদাস্রাব গন্ধযুক্ত ও রঙের পরিবর্তনগুলি আপনাদের
অবশ্যই নজরে রাখা অপরিহার্য।কারণ এই ধরনের পরিবর্তন গুলি আপনার সংক্রমণ বা
ইনফেকশনের ইঙ্গিত দিতে পারে।
ভ্যাজাইনাল ডিসচার্জ বা সাদা স্রাব পায়ু পরিষ্কার ও তরল হয় এটি দেখতে তবে একজন
নারীর প্রতি তার মাসিক চক্রের অবস্থাই তিনি কোথায় আছেন সেটা নির্ভর করে তার
স্রাবের ধারাবাহিকতা এবং তার স্বচ্ছতার পরিবর্তন হওয়া স্বাভাবিক তবে একজন নারী
স্মরণ তার মাসিক প্রবাহে এবং সেই নারীর কার্যকলাপ ব্যায়াম এবং বিভিন্ন মত বেশ
কিছু কারণে এটি হয়ে থাকে।
সাদা স্রাব হলে কি বাচ্চা হয়
আপনাদের বলে রাখি যে বিজ্ঞান আমাদের যেতে বলে সেটি হল বয়সন্ধিকালে বা অতশত
থাকাকালীন বা যৌন আবেগের কারণে কোন ব্যক্তির সঙ্গে মিলনের সময় মিলনকারী ব্যক্তি
বা নারী দেহ থেকে বেশি মাত্রায় যদি সাদাস্রাব নির্গত হয়ে থাকে। এবং নারীদের
অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েদের হস্তমৈথুন করলে অথবা ডিম্বাণু নিঃসরণকালেও
এমনটা হয়ে থাকে।তবে মেয়েদের যোনির একটি কোষ রয়েছে সেই কোষটি সচল রাখতে হলে
এস্ট্রোজেন নামক একটি হরমোনের প্রভাবে সাদা স্রাব দেখা দেয়।
আপনাকে মনে রাখতে হবে অবশ্যই ভ্যাজাইনা ডিসচার্জ প্রায়শই পরিষ্কার এবং তরল হয়ে
থাকে।তবে একজন মহিলা উপর দেখা যায় যে তিনি মাসিক চক্রের কোন অবস্থায় অবস্থান
করছেন বিশেষ করে শারীরিক অপুষ্টির কারণে জীবন যাত্রার মান উন্নয়নে প্রয়োজনে
বিশ্রাম করুন এবং গর্ভনিরোধক ঔষধ কিন্তু এই তরল বা সাদা স্রাবের ওপর প্রত্যক্ষ
এবং পরোক্ষভাবে বিশেষ ভূমিকা রাখে।
শেষ কথাঃসাদাস্রাব কেন হয়
সুপ্রিয় পাঠক বৃন্দ এতক্ষণ অবধি আপনাদের সামনে আমরা সাদাস্রাব কেন হয় মেয়েদের
অতিরিক সাদা স্রাব হলে করনীয় কি মেয়েদের সাদা স্রাব হলে কি ক্ষতি হয় মেয়েদের
সাদাস্রাব হলে কি কি সমস্যা হয় মেয়েদের সাদা স্রাব হলে কি মাসিক হয় বাচ্চা হয়
তবে এই সকল বিষয় নিয়ে।
আমরা আপনাদের সঙ্গে আলোচনা করেছি যদি এই পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে
অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও জানানোর ব্যবস্থা করে দিন এবং
আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এবং এমন ধরনের পোস্ট পেতে নিয়মিত
আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ
NETEINFO ওয়েবসাইটে এর নীতিমালা মেনে কমেন্ট করুন কেননা প্রতি কমেন্টের রিভিউ করা হয়
comment url