কোন ধরনের সাবান আপনার ত্বকে ব্যবহার করবেন জেনে নিন বিস্তারিত
ব্রণ মুক্ত ত্বক পাওয়া সহজ টেকনিক জানুনসম্মানিত পাঠক আজকে আমরা একটি অতি গুরুত্বপূর্ণ প্রসাধনী সম্পর্কে আলোচনা করব।
যে প্রসাধনী টি আমাদের নিত্য প্রয়োজন হিসেবেই ব্যবহৃত হয়ে থাকে সেটা হচ্ছে
সাবান । কেননা কোন সাবান ব্যবহার আপনার ত্বককে ভালো রাখবে আর কোন সাবান আপনার
শরীর ত্বকের ক্ষতি হবে সে সম্পর্কে জানা উচিত ।
পোস্ট সূচীপত্রঃতাহলে সাবান সম্পর্কে জেনে নিন যে কোন ধরনের সাবান আপনার
শরীরে ত্বকে নরম ও কোমল রাখে।
সাবানের PH লেভেল
আমাদের মনে রাখতে হবে যে ত্বকের সমস্যার প্রধান কারণ হলো পি এইচ লেভেল । কেননা
পিএস লেভেল এর মাত্রা যদি অতিরিক্ত বৃদ্ধি পায় তখন ত্বকের প্রতি ক্ষতি সাধন করে
থাকে।সাধারণত সাবানের পি এইচ মাত্রা ৯ থেকে ১১ এর মধ্যে থাকে। আমাদেরকে সাবান
ব্যবহার করার সময় অবশ্যই সাবানের পি এইচ মাত্রা জানা উচিত ।
অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবান
এন্টি ব্যাকটেরিয়াল সাবানের মধ্যে ট্রাইকোোনাস বা টাইক্লোকার্বনের উপাদান
বিদ্যামান থাকে ।এই ধরনের সাবানগুলোতে টিএইচ এর মাত্রা নয় থেকে 10 এর মধ্যে থাকে
।এই সাবান গুলো দুই ধরনের হয়ে থাকে তরল বা কঠিন বার হিসেবে ।
এই সাবানগুলো আপনার শরীরের ত্বকে অতিরিক্ত ব্যবহারের ফলে ত্বক শুষ্কতা এবং সেই
সাথে জ্বালাপোড়া মতো ভাব হতে পারে । ছবিঃ সংগৃহীত
অ্যান্টি ব্রণ সাবান
সাবান অনেক ধরনের হয়ে থাকে তবে অ্যান্টি ব্রণ সাবানের মধ্যে কমেডোলাইটিক,
এক্সফোলিয়েটিং এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল এ উপাদান গুলো বিদ্যমান থাকে । আন্টি
ব্র্যান্ড সাবানটি বিশেষভাবে ব্রণের কাজ করে থাকে ।
আপনার যদি মুখে পিঠে অথবা বুকে যে ব্রণগুলো হয়ে থাকে সেখানে এই সাবান ব্যবহার
করার জন্য বিশেষজ্ঞরা সুপারিশ করে থাকে । তবে সাবানের ব্যবহার নিয়ম মেনে ব্যবহার
করা উচিত । ছবিঃসংগৃহীত
মশ্চারাইজিং সাবান
আপনার ত্বকে মশ্চারাইজিং করার জন্য মশ্চারাইজিং সাবান পাওয়া যায় যাদের ত্বক
শুষ্ক থাকে সাধারণত তারা এসে এই ধরনের সাবানগুলো ব্যবহার করে থাকে । মশ্চারাইজিং
সাবানে তৈলাক্ত ভাব বেশি থাকে সাবানের মধ্যে বেশ কিছু উপাদান যেমন নিরপেক্ষ চর্বি
লাইনোলিন, কোকো মাখন, ক্রিম আরো অন্যান্য আমাদের মনে রাখতে হবে।
যে সকল সাবানের মধ্যে ক্ষারত্ব বেশি আছে সেগুলো ত্বককে শুষ্ক এবং ফ্ল্যাকি করে
থাকে সেই দিক থেকে মশ্চারাইজিং সাবান মধ্যে এই ক্ষারত্ব কম থাকে.।
ভেষজ সাবান
ভেষজ সাবানের মধ্যে অনেকগুলো উপাদান লক্ষ্য করা যায়
পেপারমিন্ট,ক্যামোমাইল,অ্যাভোকাডো, ওটমিল ও ল্যাভেন্ডার । এছাড়াও এই সাবান শিয়া
মাখন ও অলিভ অয়েল তেল এর সাথে আপনি ব্যবহার করতে পারেন তাই ।ভেজের সাবান
প্রাকৃতিকভাবে অনেক গুণসম্পন্ন ।
আপনার সাবান ব্যবহার আপনার ত্বকের উপর নির্ভর করে জেনে নিন
শুষ্ক স্ক্রিনের জন্যঃ আপনার ত্বক যদি শুষ্ক হয়ে থাকে তাহলে আপনি কোকো
বাটার বা উদ্ভিজ্জ তেল রয়েছে যে সকল সাবানে অথবা এলোভেরা উপাদান রয়েছে এই সকল
সাবান ব্যবহার করা যেতে পারে।
তৈলাক্ত স্ক্রিনের জন্যঃ আমাদের যাদের তৈলাক্ত ত্বক রয়েছে তারা এন্টি
ব্যাকটেরিয়াল ও থাইম উপাদান যুক্ত ফ্রেশ ক্লিনজার তৈলাক্ত ত্বকের জন্য ভালো কাজ
করে।
সংবেদনশীল স্ক্রিনের জন্যঃ যাদের ত্বক সংবেদনশীল ও সংক্রমনের প্রবণতা
বৃদ্ধি পেলে যোজোবা তেল যুক্ত এবং ভিটামিন ই যুক্ত সাবান ব্যবহারে ভালো ফলাফল
পাওয়া যায়।
আরো পড়ুনঃ
চিরতরে খুশকি দূর করার উপায় সম্পর্কে জানুন
কম্বিনেশন স্ক্রিনের জন্যঃ এ সকল সাবানে গ্লিসারিন ভিত্তিক সে সাবান গুলো
কম্বিনের স্কিনের জন্য ভালো ফলাফল পাওয়া যায়।
সার কথাঃকোন ধরনের সাবান আপনার ত্বকে ব্যবহার করবেন
সম্মানিত পাঠক আজকে আমরা সাবান সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছি । কেননা এই
পোস্টটিতে কোন ধরনের সাবান আপনার ত্বকে ব্যবহার করবেন সে সম্পর্কে আলোচনা করা
হয়েছে আশা করি এই পোস্টটি পড়ে আপনি উপকৃত হবেন এ ধরনের আরো অন্যান্য তথ্য পেতে
নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন।
NETEINFO ওয়েবসাইটে এর নীতিমালা মেনে কমেন্ট করুন কেননা প্রতি কমেন্টের রিভিউ করা হয়
comment url