গর্ভধারণ ছাড়া মাসিক দেরিতে হয় কেন-অনিয়মিত মাসিক কেন হয় জেনে নিন

ব্রণ মুক্ত ত্বক পাওয়া সহজ টেকনিক জানুনসম্মানিত পাঠক আজকে আমার আলোচনা করব মেয়েদের একটি পরিচিত সমস্যা নিয়ে সেটা হচ্ছে মাসিক বা মিন্স অথবা পিরিয়ড নামে পরিচিত। অনেক মেয়েরা আছে যারা এই পিরিয়ড অথবা মাসিকের কথা পরিবারের সদস্যর সাথে সমস্যা নিয়ে কথা বলতে পারে না । তাই আজকে আমরা এই আর্টিকেলের মাধ্যমে গর্ভধারণ ছাড়াই মাসিক দেরিতে হয় কেন? ।
মেয়েদের অনিয়মিত মাসিক কেন হয়

পোস্ট সূচিপত্রঃএই অনিয়মের কারণ কি সে সম্পর্কে আলোচনা করব।এছাড়াও আজকের এই পোস্টটিতে মাসিক সংক্রান্ত অনেক ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাহলে অবশ্যই আজকের এই পোস্টে আপনি মনোযোগ সহকারে পড়ুন।

গর্ভধারণ ছাড়া মাসিক দেরিতে হয় কেন

একজন নারীর ১২ বছর থেকে ৫৫ বছর বয়স পর্যন্ত মাসিক বা পিরিয়ড হয়ে থাকে । এবং এই মাসিক বা পিরিয়ড এ সময়কাল হল ২৮ থেকে ৩৫ দিনের মধ্যে হয়ে থাকে । নারীদের কে মাসিকের চক্রটি নিয়মিত ভাবে প্রত্যেক মাসেই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে থাকে । গাইনি বিশেষজ্ঞের মতে একজন প্রাপ্ত বয়স্ক নারীর নিয়মিত মাসিক হওয়াটা তার সুস্থতার লক্ষণ ।

কিন্তু এ মাসিক চক্রটি যখন কোন অনিয়মিত হয়ে যায় তখন সেটা সমস্যা হয়ে দাড়াই । কেননা যেকোন শারীরিক সমস্যার কারণে এই মাসিকের অনিয়মিতা ভাব প্রকাশ পাচ্ছে ।অনিয়মিত মাসিক এ সময় কাল কত আমরা অনেকেই জানিনা। মাসিকের কত দিন পার হলে তাকে অনিয়মিত মাসিক বলবে সেটা হল ।


একজন নারী মাসিক বা পিরিয়ডের চক্রটি ২৫ দিন অন্তর অন্তর বা কোন মাসে ৩০ দিনের অথবা ৩৫ দিনের পর হয়ে থাকে । তবে যদি এর থেকে বেশি সাত থেকে আট দিন দেরি হয় তাহলে তাকে অনিয়মিত মাসিক বা পিরিয়ড বলা হয় ।

পিরিয়ড বা মাসিকের দেরিতে হওয়ার কারণগুলোঃ

  • স্বাস্থ্য সমস্যা
  • ওজন কম
  • প্রেগনেন্সি লস
  • জন্মনিয়ন্ত্রণ
  • স্ট্রোক
  • বয়স
  • গর্ভাবস্থা ইত্যাদি
স্বাস্থ্য সমস্যাঃ একজন নারী তার শারীরিক সমস্যার জন্য মাসিক বা পিরিয়ড লেট হয়ে থাকে। যে সকল স্বাস্থ্য সমস্যার কারণে অনিয়মিত মাসিক হয় সেগুলো হল সর্দি , ঠান্ডা লাগা . ইনফেকশন সহ আরো অন্যান্য সমস্যা কারণে মাসিক হতে দেরি । এছাড়াও অনিয়মিত মাসিক হওয়ার অন্যতম কারণ হলো থাইরয়েড ও পলিস্টপ ওভারি সিমডোম কারণে ।

ওজন কমঃ একজন নারী তার ওজনে উপর ভিত্তি করে মাসিক বা পিরিয়ডের কম বেশি হয়ে থাকে এমনকি ওজন কমের কারণে মাসিক বন্ধ হয়ে থাকে।

জন্মনিয়ন্ত্রণঃ অনেক নারী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে থাকেন এই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের জন্য অনেক ধরনের পিল খেয়ে থাকেন ও কেউ কেউ বিভিন্ন ধরনের ইনজেকশন নিয়ে থাকেন এই সমস্ত কারণগুলো থেকে এই অনিয়মিত মাসিক সমস্যা দেখা দেয়। এই পিল খাওয়া বা ইনজেকশন নেয়ার জন্য অনেক নারীদের অনেক ধরনের শারীরিক সমস্যা হয়ে থাকে।


বয়সঃ একজন নারী বয়সের উপর নির্ভর করে মাসিকের সমস্যা দেখা দেয় । অনেকে অল্প বয়সে হরমোন সমস্যার জনিত কারণে এই অনিয়মিত মাসিক চক্র হয়ে থাকে ।

গর্ভাবস্থাঃ আপনার মাসিক যদি দেরিতে হয় তাহলে সর্বপ্রথম আপনাকে নিশ্চিত হতে হবে আপনি অন্তঃসত্ত্বা রয়েছেন কিনা । কেননা একজন নারী অন্তঃসত্ত্ব হলে তার মাসিক বন্ধ থাকে ।

অনিয়মিত মাসিক কেন হয়?

একজন মেয়ে বা নারীর নিয়ম অনুযায়ী মাসিক বা পিরিয়ড হওয়াটা স্বাভাবিক কিন্তু এই মাসিক বা পিরিয়ড সময় মত না হয় তখনই সেটা অনিয়মিত মাসিক হিসেবে ধরা হয় । একজন নারী মাসিক একবারে বন্ধ হওয়া মূলত পলিস্টিক ওভারি সিনড্রোমের সমস্যা । এছাড়াও আরো অন্যান্য সমস্যা জন্য আশীর্বাদ বন্ধ হয়ে থাকে বা নিয়মিত হয় না তাই আপনি একজন অভিজ্ঞ গাইনি ডাক্তার বিশেষজ্ঞ ের পরামর্শ নিতে হবে। দীর্ঘ সময় আপনার মাসিক বা পিরিয়ড অনিয়মিত থাকলে আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে ।

অনিয়মিত মাসিক কি

প্রত্যেকটি নারী ঋতুচক্র হয়ে থাকে এই ঋতুচক্র টি হল একজন মেয়ে ব্যানারে হরমোনের উপর নির্ভর করে জড়াতে চক্রাকার ভাবে যে একটা পরিবর্তন দেখা দেয় ও রক্তক্ষরণ অংশ হিসেবে যৌনি পথের মধ্য দিয়ে বের হয়ে থাকে সেটি হল ঋতুচক্র । একজন নারী মাসিক বা পিরিয়ড চলাকালীন সময়ে পেট ব্যথা মাজা ব্যথা বমি বমি ভাব এছাড়াও অন্যান সমস্যা দেখা দেয় ।
অনিয়মিত মাসিক কেন হয়

অনিয়মিত মাসিক বা পিরিয়ড বলতে একজন নারী বা মেয়ের প্রতি মাসে না হয়ে অথবা ২ থেকে৩ মাস অন্তর অন্তর পিরিয়ড হয়ে থাকে তাকে অনিয়মিত মাসিক বলে ।অনিয়মিত মাসিক কেন হয়।

অনিয়মিত মাসিক না হওয়ার কারণগুলোঃ

  • ধূমপান করা ।
  • মধ্য পান করা ।
  • অপরিষ্কার বা অপরিচ্ছন্ন থাকা ।
  • অস্বাস্থ্যকর পরিবেশে ওঠাবসা করা ।
  • অতিরিক্ত পরিমাণে কফি বানান ।
  • অতিরিক্ত দুশ্চিন্তা করা ।
  • ক্যাফিন জাতীয় খাদ্য খাওয়া ।
  • থাইরয়েডের সমস্যা ।
  • স্ট্রেস সমস্যা থাকা ।
যে সকল মাঝ বয়সী মেয়ে বা নারীরা রয়েছেন তাদের অনিয়মিত মাসিকের সমস্যা হওয়ার কারণে পিছনে রয়েছে সেটা হল হরমোনাল পরিবর্তন ।এবং লম্বা সময় সে স্ট্রেস থাকলে তার মাসিক চক্র ব্যাহত হয় । এছাড়াও এই জন্য রে সে যখন গর্ভবতী হয়ে যান কিন্তু তার গর্ভ অবস্থা সম্পর্কে জানেনা এসব ক্ষেত্রে তার নিজের থেকেই গর্ভপাতের মত সমস্যা ঘটে থাকে ।


এছাড়াও কোন নারীর ওজন তার বয়স অনুযায়ী ওজন কম হওয়ার কারণে মাসিক বা পিরিয়ড অনিয়মিত হওয়ার সম্ভাবনা থাকে । জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে ফলে মাসিক দেরিতে। অনেক নারী আছে যারাই ইমারজেন্সি পিলখান, অথবা বিভিন্ন ধরনের ইনজেকশন জন্মনিয়ন্ত্রণের জন্য নিয়ে থাকেন তাদের এ মাসিক অনিয়মিত হওয়ার লক্ষণগুলো বেশি দেখা যায় ।অনিয়মিত মাসিক কেন হয়।

মাসিক অনিয়মিত অন্যতম কারণ হলো থাইরয়েড এ থাইরয়েডের কারণে বেশিরভাগ মহিলাদের মাসিকের সমস্যা গুলো বেশি দেখা যায় এবং এ থাইরয়েডের কারণে মহিলাদের বাচ্চা হয় না এছাড়াও নারীরা মেয়েরা তাদের ওজন কমবেশি হয়ে থাকে । কেননা থাইরয়েড রক্তের সঙ্গে মিশে থাকে। অধিকাংশ নারীর এই অতিরিক্ত থাইরয়েডের কারণে বাচ্চা না হওয়ার ঘটনা ঘটে থাকে । তাই নারীদের ক্ষেত্রে থাইরয়েড নিয়ন্ত্রণ অবশ্যই গুরুত্বপূর্ণ ।

মাসিক দেরিতে হলে কি করবেন-মাসিক দেরিতে হলে করণীয় কি?

একজন মেয়ে বা নারী মাসের যদি প্রতি মাসে স্বাভাবিকভাবে হয় তখন সেটা নিয়মিত মাসিক বলা হয় কিন্তু যদি এ মাসিক চক্র নিয়মিতভাবে না হয় তবে সেটা অনিমিত মাসিক হিসেবে চিহ্নিত হয়। এর জন্য নারীর মাসিক চক্র নির্ভর করে তার শরীরে হরমোন ও স্বাস্থ্যের উপর নির্ভর করে । তবে অধিকাংশের ক্ষেত্রে দেখা যায় এর জন্য নারীর হরমোনের কারণে এ মাসিক অনিয়মিত হয়ে থাকে ।


তাই আপনার মাসিক যদি দেরিতে হয় তাহলে আপনি অবশ্যই একজন গাইনী বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করুন । কেননা আপনার মাসিক যদি অনিয়মিত হয় তাহলে আপনি বিভিন্ন সমস্যা দেখা যায় । এবং এটি যদি মাসের পর মাস চলতে থাকে তাহলে স্বাস্থ্য ঝুঁকি সমস্যা হতে পারে। তাই আপনি যদি সমস্যা করেন তাহলে দ্রুত গাইনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।মেয়েদের অনিয়মিত মাসিক কেন হয়

শেষকথাঃ গর্ভধারণ ছাড়া মাসিক দেরিতে হয় কেন-অনিয়মিত মাসিক কেন হয় জেনে নিন

সম্মানিত পাঠক আজকে আমরা জানলাম অনিয়মিত মাসিক কেন হয় সে সম্পর্কে । আশা করি আপনারা যারা এই পোস্টটি ধৈর্য সহকারে পড়েছেন তারা এর অনিয়মিত মাসিক সম্পর্কে ভালো ধারণা পেয়েছে । এছাড়াও গর্ভধারণ ছাড়া মাসিক দেরিতে হয় কেন সেই সম্পর্কেও আলোচনা করা হয়েছে । এরকম আরো অন্যান্য তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন । সবাই ভাল থাকবেন ধন্যবাদ ।অনিয়মিত মাসিক কেন হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

NETEINFO ওয়েবসাইটে এর নীতিমালা মেনে কমেন্ট করুন কেননা প্রতি কমেন্টের রিভিউ করা হয়

comment url