আঁচিল দূর করার ঘরোয়া উপায় - আঁচিল দূর করার ক্রিম

মেছতা দূর করার ঔষধ - চিরতরে মেছতা দূর করার উপায়সম্মানিত পাঠক আজকে আমরা আলোচনা করব আমাদের খুব পরিচিত একটি সমস্যা নিয়ে সেটা হচ্ছে আঁচিল। কারো শরীরে আঁচিল হয় না এরকম মানুষ সংখ্যা খুব কম রয়েছ এই আঁচিলের কারণে আমরা অনেকে অস্বস্তির মধ্যে পড়ি । কেননা আঁচিল হওয়ার নির্দিষ্ট কোন জায়গা নেই অনেক সময় আমরা খেয়াল করে মুখ মন্ডল ঠোঁটে নাকে গালে।
আঁচিল দূর করার ঘরোয়া উপায়

পোষ্ট সূচিপত্রঃএছাড়াও ঘাড়ের দিকে বেশি দেখা যায় এবং অনেকের হাতে হয় চোখের পাপড়িতে । তাই আঁচিল একটি অস্বস্তিকর বিষয়। আজকের এই পোস্টটিতে আমরা আঁচিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন মনোযোগ সহকারে আজকের এই পোস্টটি পড়ি।

ভূমিকাঃআঁচিল দূর করার ঘরোয়া উপায়

আমাদের শরীরের অনেক স্থানে আছে দেখা যায় ফলে এই আঁচিলটি অনেকের কাছে খুবই অস্বস্তিকর ও বিরক্ত করার ব্যাপার।বিভিন্ন কারণে আঁচিল হতে পারে তাই থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমরা আঁচিলের ওষুধ ও মলম সম্পর্কে আলোচনা করব এছাড়াও ঘরোয়া উপায় মাধ্যমে কিভাবে আঁচিল ভালো করা যায় সে সম্পর্কে আলোচনা করা হবে।

আঁচিল কেন হয়?

আঁচিল অনেক কারণ হতে পারে। আঁচিল হলো এক ধরনের ভাইরাসের সংক্রমণ থেকেই হয়ে থাকে। আবার কাপড়ের ঘর্ষণ থেকেও আঁচিল হয়ে থাকে। হে ভাইরাস সংক্রমণের মাধ্যমে আঁচিল হয়ে থাকে সে ভাইরাসের নাম হলো হিউম্যান প্যাপিলোমা। আঁচিল বড় হওয়ার মূল কারণ হচ্ছে এই ভাইরাস তবে আঁচিল অনেক মানুষের দ্রুততার সাথে বড় হয় আবার অনেকে ধীরে ধীরে বড় হয়ে থাকে।

আঁচিল চেনার উপায়

আপনারা অনেকে আচিল চিনেন আবার অনেকে চিনেন না তাই আমরা আজকের এ পোস্টটিতে আঁচিল চিনার কয়েকটি লক্ষণ সম্পর্কে আলোচনা করব নিচে লক্ষণগুলো পড়ুনঃ
  • আঁচিল দেখতে প্রথম অবস্থায় অনেকটা ছোট্ট মসুর দানার মত ।
  • আঁচিল সাধারণত আমাদের ত্বকের কালারের হয়ে থাকে ।
  • কিছু কিছু আঁচিল মধ্যে কালো দাগের মতো বিন্দু থাকে ।
  • ছোট্ট আঁচিল আস্তে আস্তে ত্বকের কালার সাথে বড় হয়ে থাকে ।
  • যে স্থানে আঁচিল আছে সাধারণত সেখানে ব্যথা অনুভব হয় না ।
  • শরীরে আঁচিল সচরাচর হাতের আঙ্গুল, হাত , বগল, ঘাড়ের আশেপাশে, এছাড়াও মুখমন্ডলের হয়ে থাকে ।

আঁচিল দূর করার ক্রিম

প্রত্যেকটি রোগের কোনো না কোনো চিকিৎসা রয়েছে তেমনি আঁচিলেরও কিছু চিকিৎসা রয়েছে। আঁচিল দূর করার জন্য কিছু ক্রিম রয়েছে যেগুলো ব্যবহার করলে আপনার আঁচিল দূর হয়ে যাবে তবে এ মলম গুলো একজন অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ব্যবহার করতে হবে কেননা প্রত্যেকটি মেডিসিনের ক্ষতিকর দিক আছে। তাই আপনাকে অভিজ্ঞ চিকিৎসক পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। নিচে মলম গুলোর নাম দেয়া হলোঃ
আঁচিল দূর করার মলম


বায়োটি হার্বালসঃ আঁচিল দূর করার জন্য আপনি এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। এই বায়োটি হার্বালস অনলাইনে অথবা অনেক ধরনের সুপার শপে পেয়ে যাবেন। তারপর অবশ্য মনে রাখবেন ডাক্তারি পরামর্শ ছাড়া এই ক্রিমটি ব্যবহার করবেন না।

ডারমাটেন্ডঃ ডারমাটেন্ড মলমটি দিবেন ওষুধের দোকানে অথবা অনলাইনে কিনতে পাওয়া যায়। এই ক্রিমটি ক্রয় করার সময় অবশ্যই আসল কিনা সেটা যাচাই করে নিবেন । আঁচিল নিরসনের ক্ষেত্রে এই ক্রিমটি খুব ভালো কাজ করে।


ওয়াটার অ্যান্ড মল ভ্যানিশঃ এ মলমটি ব্যবহারের জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। এ মলমটি আঁচিল দূর করার ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে প্রতিদিন ব্যবহারে আপনার আঁচিলটি দূর হয়ে যাবে।

Benzoyl Peroxideঃ উপরোক্ত মলমটি ত্বকের ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং প্রদাহ কমাতে ও আঁচিলের ছিদ্র পরিষ্কার করতে সাহায্য করে তবে সাধারণত এ মলমটি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করা যায় না। তাই আপনি অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে মলমটি ব্যবহার করবেন।

আঁচিল দূর করার ক্রিম - আঁচিল দূর করার মলম

  • স্যালিডেক্স
  • স্যালিসিড
  • কেরাসোল এফসিএল
  • কেরানিল
  • Warin
  • Unifarin
  • Farin
উপরোক্ত ক্রিমগুলো অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন।

আঁচিল দূর করার ঘরোয়া উপায়

  • আঁচিল দূর করা জন্য ঘরোয়া উপায় গুলো ব্যবহার করে আপনি উপকৃত হতে পারে। তাহলে চলুন আঁচিল দূর করার ঘরোয়া টিপস গুলো এখন আমরা আলোচনা করি।
  • অ্যাপল সাইডার ভিনিগার যেটা আমাদের প্রায় সকলের ঘরে থাকে আঁচিল দূর করতে এই অ্যাপল সাইডার ভিনিগার কোন তুলনা হয় না। কারণ এইটিতে রয়েছে এসিটিক এসিড যা আপনার আঁচিল দূর করতে সাহায্য করে। প্রতিদিন রাতে আঁচিলের উপরে ব্যবহার করলে আঁচিল দূর হয়ে যায়।
  • ভিটামিন ই ক্যাপসুল আমরা সবাই চিনি এ ভিটামিন ই ক্যাপসুল মধ্যে থাকা তেল বের করে প্রতিদিন রাত্রে ব্যবহার করলে আঁচিল দূর করা যায় তাই আঁচিল দূর করার জন্য ঘরোয়া মাধ্যম হিসাবে এই ক্যাপসুল ব্যবহার করতে পারেন।
  • আঁচিল দূর করার জন্য কলার খোসা অনেক বেশি কার্যকর প্রত্যেক দিন রাতে এ কলার খোসা দিয়ে আঁচিলের উপরে রাখলে আঁচিল দূর করা যায়। তবে এই পদ্ধতিতে ব্যবহার করা একটু কষ্ট কর কেননা কলার খোসা দিয়ে আঁচিল ঢেকে রাখা সব সময় যায় না।
  • আঁচিল দূর করার ঘরোয়া উপায় হিসেবে রসুন অন্যতম আমাদের স্বাস্থ্য এবং ত্বকের জন্য রসুন এখনো বিকল্প নেই। কেননা রসুনের মধ্যে রয়েছে এন্টি ব্যাকটেরিয়াল এলিসিন নামক উপাদান। আঁচিল দূর করার জন্য রসুন বেটে মিশ্রণটি প্রতিদিন রাত্রে আঁচিলের উপরে পরিমাণ মতো লাগিয়ে রাখলে ভালো ফলাফল পাওয়া যায়।
  • উপরোক্ত ঘরোয়া উপায় গুলো ব্যবহার করা অনেকটা ধৈর্যের বিষয় কেননা ভালো ফলাফল পেতে ধৈর্য ধরে এগুলো ব্যবহার করতে হবে। আপনি যদি দু একদিন ব্যবহার করেন বা এক সপ্তাহে ব্যবহার করেন সেগুলোকে তেমন কোন কাজে আসবেনা। তাই ধৈর্য ধরে আস্তে আস্তে ব্যবহার করতে হবে।

মুখের ছোট আঁচিল দূর করার ঘরোয়া উপায়

আমরা অনেকে মুখে ছোট্ট আঁচিল নিয়ে খুব দুশ্চিন্তায় থাকি কেননা অনেকে ঠোঁটে বা চোখের পাপড়িতে বা গালে নাকের উপরে হয়ে থাকে। তাই আমরা এখন মুখের ছোট্ট আঁচিল দূর করার ঘরোয়া উপায় সমূহ গুলো আলোচনা করব চলুন তাহলে জেনে নেয়া যাক উপায় গুলোঃ

  • আপনার মুখের ছোট্ট আঁচিলটি দূর করার জন্য কাঁচা আলু ব্যবহার করা যায়।, কাঁচা আলু গোল করে কেটে আঁচিলের উপরে বেশ কিছুক্ষণ লাগিয়ে রাখুন এভাবে ব্যবহার করলে ছোট্ট আঁচিলটি দূর হয়ে যাবে।
  • আমাদের মুখে ছোট্ট আচিলটি দূর করার জন্য অ্যাপল সাইডার ভিনিগার ব্যবহার করা যেতে পারে। আঁচিল দূর করার জন্য এই অ্যাপল সাইডার ভিনিগার সামান্য পরিমাণ নিয়ে সারারাত আঁচিলের লে উপর দিয়ে রাখুন।
  • অ্যালোভেরা যেটা আমরা সবাই চিনি এই অ্যালোভেরা স্বাস্থ্যের জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকেন ছোট্ট আঁচিল দূর করার জন্য এলোভেরা থেকে যে জেল গুলো বের হয় সে জেল দিয়ে আঁচিলের উপর সারারাত দিয়ে রাখুন এভাবে কয়েকদিন ব্যবহার করলে আপনার আঁচিল দূর হয়ে যাবে।
  • ছোট্ট আঁচিল নিরেশনের জন্য পেঁয়াজের রস ব্যবহার করা যেতে পারে এর জন্য পেঁয়াজ বেটে মিশ্রণ তৈরি করুন এবং মুখের সেই ছোট্ট আঁচিলায় পড়ে দিয়ে রাখুন। তবে এ রসগুলো ব্যবহার করবেন তুলা সাহায্যে। পেঁয়াজের রস ব্যবহার করলে অনেক সময় এই ছোট্ট আঁচিল গুলো দূর করা যায়।
  • বেকিং সোডা যেটা আঁচিল দূর করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। ব্রেকিং সোডার সাথে আলতো গরম পানি মিশিয়ে কাপড়ের মাধ্যমে মিশ্রণটি ছোট্ট আঁচিলের ওপরে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। এভাবে কয়েকদিন নিয়মিতভাবে ব্যবহার করলে আশা করা যায় আপনার আঁচিলটি পড়ে যাবে।

সাধারণ প্রশ্নাবলী(FAQ)

প্রশ্নঃ কিভাবে আঁচিল অপসারণ করা যায়?

উত্তরঃ আপনি যদি আঁচিল অপসারণ করতে চান তাহলে আপনাকে প্রথমে একজন কসমেটিক সার্জন ডাক্তারের পরামর্শ নিতে হয় নয়তো যেখানে সেখানে আঁচিল অপসারণ করলে ইনফেকশন হয়ে যেতে পারে তাই একজন অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে আঁচিল অপারেশন করা ভালো।

প্রশ্নঃ কি খেলে আঁচিল দূর হয়?

উত্তরঃ আপনি যদি আঁচিল দূর হওয়ার জন্য কোন কিছু খেয়ে কমাতে চান তাহলে অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারেন পরিমাণ মতো এছাড়াও ভিটামিন ই ক্যাপসুল খেলে আঁচিল কমে যায় আঁচিলের ঘরোয়া উপায় সম্পর্কে উপরে আলোচনা করা রয়েছে ।


প্রশ্নঃ পিঠে আঁচিল করতে পারে?

উত্তরঃ শরীরের যে কোন অংশে আঁচিল হয়ে থাকে বিভিন্ন ধরনের আঁচিল রয়েছে যা বিভিন্ন শরীরের অংশে হয়ে থাকে।

শেষ কথাঃআঁচিল দূর করার ঘরোয়া উপায়

সম্মানিত পাঠক আজকে আমরা জানলাম আঁচিল সম্পর্কে আজকের এই পোস্টটিতে আঁচিল কেন হয় এবং কিভাবে দূর করা যায় ও দূর করার ক্রিমগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে আশা করি আঁচিল সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন। তবে এখানে আঁচিল দূর করার ক্ষেত্রে ঘরোয়া উপায় গুলো ব্যবহার করতে পারেন তবে সেগুলো অনেক ধৈর্যের ব্যাপার তাই আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ক্রিমের সাহায্যে অথবা হোমিওপ্যাথি ওষুধের দ্বারা আঁচিল দূর করা সম্ভব। আঁচিলের ক্ষেত্রে হোমিও ওষুধ খুব ভালো কাজ করে থাকে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

NETEINFO ওয়েবসাইটে এর নীতিমালা মেনে কমেন্ট করুন কেননা প্রতি কমেন্টের রিভিউ করা হয়

comment url