চিরতরে খুশকি দূর করার উপায় সম্পর্কে জানুন

 মেছতা দূর করার ঔষধ - চিরতরে মেছতা দূর করার উপায়আজকে আমরা জানতে চলেছি মাথার চুলের খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে খুশকি । খুশকি আমাদের দৈনন্দিন জীবনযাত্রার পথে অনেক বাধা সৃষ্টি করে । কেননা খুশকি বেড়ে গেলে চুলে ও শরীরের পোশাকের উপরে অনেক সময় লেগে থাকে।
চিরতরে খুশকি দূর করার উপায়

পোস্ট সূচীপত্রঃযা একটি বিরক্তিকর ব্যাপার আজকে আমরা এই পোস্টটিতে কিভাবে চিরতরে খুশকি দূর করার উপায় সম্পর্কে এবং খুশকি দূর করার কিছু টিপস সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব।

ভূমিকাঃচিরতরে খুশকি দূর করার উপায়

সম্মানিত পাঠক বৃন্দ খুশকি আমাদের ছোট বড় সব বয়সে নারীবা পুরুষের ও বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায় । তাই আজকে আমরা চিরতরে খুশকি দূর করার উপায় সম্পর্কে জানবো । তাছাড়াও কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আমাদের মাথার খুশকি ভালো হবে ।যে সকল নিয়ম মেনে চললে ও শ্যাম্পু ব্যবহার করলে চিরতরে খুশকি দূর করার উপায় সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। চলুন তাহলে এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ে চিরতরে খুশকি দূর করার উপায় গুলো জেনে নিন।

খুশকি কেন হয় ?

মাথার খুশকি অনেকগুলো কারণ থেকে হতে পারে তবে কে ছোঁয়াচে নয় ।সঠিক চিকিৎসায় মাথার খুশকি ভালো হয়। খুশকি এক ধরনের ফাঙ্গাস যা জীবাণুর মাধ্যমে সংক্রমিত হয়ে ক্রমান্বয়ে বাড়ে। ফুলে ময়লা জমলে এবং ঠিকমতো চুল পরিষ্কার না করলে মাথায় খুশকি হয়।আবার প্রতিনিয়ত গরম পানি ব্যবহার করলে মাথা তাপমাত্রা কারণ জনিতভাবে খুশকি বেড়ে যায় ।

এছাড়াও অনেক মাথা ওয়েলি ভাবের কারণে খুশকি হয়ে থাকে। আপনি যদি নিয়ম অনুসারে শ্যাম্পু ব্যবহার না করেন তাহলে আপনার মাথায় হতে পারে।এছাড়াও অতিরিক্ত মানসিক চাপ বা টেনশন এর কারণে খুশি হয়ে থাকে। তাই খুশকি হওয়ার অনেকগুলো কারণ আছে চলুন তাহলে জেনে নি কিভাবে মাথার খুশকি দূর করা যায় ।

খুশকি দূর করার উপায় শ্যাম্পু

মাথার খুশকি দূর জন্য ভালো মানের কিটো কোনাজল শ্যাম্পুর ব্যবহার করতে পারেন ।শ্যাম্পু ব্যবহার করলে আপনার খুশকি অনেকটা কমে যাবে। এই শ্যাম্পু ব্যবহারের নিয়ম হলো প্রথমে আপনি চুলটি ভালোভাবে ধুয়ে নেবেন এরপর চুলে শ্যাম্পু লাগিয়ে দুই থেকে পাঁচ মিনিট অপেক্ষা করবেন এরপর চুল ধুয়ে ফেলতে হবে এভাবে আপনি সপ্তাহে দুইবার ব্যবহার করলে খুশকি কমে যাবে। এই কিটোকোনাজল শ্যাম্পু ব্যবহারের নিয়মাবলী অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন।

শ্যাম্পু গুলোর নামঃ

  • Head & Shoulders
  • Nizoder 2%
  • Ketokon
  • Biotique
  • Clear Man Sampo
  • Medimix
  • Himalaya Anti Dandruff Sampo
মাথার খুশকি জন্য বল এ শ্যাম্পু গুলো খুব ভালো কাজ করে এগুলো ব্যবহার করে আপনারা মাথার খুশকি দূর করতে পারেন । যদি এগুলো ব্যবহার করা পরে ভালো ফলাফল না পান অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন এ শ্যাম্পু গুলো বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহারের জন্য ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে।

খুশকি দূর করার উপায় ঔষধ

মাথার খুশকি অনেক উপায়ে দূর করা যায় আমরা ঘরে বসেই সে উপকরণগুলো তৈরি করতে পারি। যেগুলো আমাদের হাতের নাগালে থাকে যেমন নিম তেল ম্যাসাজ এই নিম তেলের ম্যাসাজ তৈরি করতে হলে আপনাকে একটি ভালো ব্র্যান্ডের নারিকেল তেল তার সাথে নিম পাতা কুচি ও জবা ফুল ভালো করে গরম করে তেলের মধ্যে নির্যাস বের করে নিন।

এভাবে সপ্তাহে দুই তিন দিন ব্যবহার করলে দেখবেন অনেকখানি আপনার খুশকি কমে গেছে ।মাথায় খুশকি জন্য অতিরিক্ত পরিমাণে কিছু কিছু শাক সবজি খাওয়া ও চর্বিযুক্ত খাবার বাদ দিতে হবে। ভেজা চুল শুকিয়ে নিতে হবে ভেজা চুল শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না ফ্যানের বাতাস ভালো।

খুশকি দূর করার ঘরোয়া উপায় - চিরতরে খুশকি দূর করার উপায়

আমরা অনেকে মাথার খুশকি দূর করতে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী ব্যবহার করে থাকি । কিন্তু ঘরোয়া পদ্ধতিতে খুশকি দূর করা সম্ভব চলুন তাহলে কিভাবে খুশকি দূর করার ঘরোয়া উপায় সে সম্পর্কে জেনে আসি।
খুশকি দূর করার ঘরোয়া উপায়


নারিকেল তেলঃ খুশকি দূর করনে নারকেল তেল অনেক বেশি কার্যকর আপনি যদি সপ্তাহে দুইদিন চুলের গোড়ায় খাটি নারিকেলের তেল ব্যবহার করতে পারেন তাহলে দ্রুত সময় উপকার পাবেন নারকেল তেল চুলের গোড়াকে মশ্চারাইজার করে খুশকি দূর করতে ও স্ক্যাল্প ইনফেকশনের সমস্যা দূর করতে সাহায্য করে ।

পেঁয়াজের রসঃ পেঁয়াজের রস আমাদের শরীরের জন্য খুবই উপকারী তেমনি পেঁয়াজের রস মাথায় ব্যবহার করলে মাথার খুশকি দূর করতে সাহায্য করে।এজন্য আপনাকে দুইটা পেঁয়াজ ভালো করে পিষে নিয়ে এক মগ পানির সঙ্গে মিশিয়ে মাথায় লাগিয়ে রাখুন কিছুক্ষণ পর সেটা ধুয়ে ফেলুন এভাবে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে খুশকি থেকে আরাম পাবেন।

টক দইঃ রূপচর্চা সহ বিভিন্ন কাজে এমনকি খাবার কাজে টক দই ব্যবহার করা হয় ।তেমনি মাথার খুশকি দূর করতে টক দই মাথার ত্বকে ভালোভাবে ব্যবহার করুন এবং 10 থেকে 15 মিনিট পর ধুয়ে ফেলুন এভাবে সপ্তাহে কয়েকদিন করলেন খুশকি থেকে মুক্তি পাবেন ।

লেবুর রসঃ লেবুর রস রয়েছে ভিটামিন সি লেবু যেমন শরীরের জন্য উপকারী তেমনে চুলের খুশকি দূর করতে দ্রুত সময় কাজ করে। সেজন্য আপনাকে দুই টেবিল চামচ লেবুর রস পরিমাণ মত পানির সঙ্গে মিশে মাথার ত্বকে ভালোভাবে মাসাজ করবেন এবং চার থেকে পাঁচ মিনিট পর মাথা ভালো করে ধুয়ে ফেলবেন সপ্তাহ এভাবে দুই থেকে তিন দিন করলে খুশকি অনেকটা দূর হয়ে যাবে।

রিঠাঃ চুলে সৌন্দর্য বৃদ্ধি করতে রিঠা অনেক বেশি কার্যকর এমনকি খুশকি দূর করতে এটা অনেক বেশি কাজ করে তাই রিঠার পাউডার কিংবা সিদ্ধ পানি চুলের ত্বকে ভালো করে মাসাজ করুন 40 থেকে 50 মিনিট রাখার পর ভালোভাবে মাথা ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে মাথার খুশকি থেকে দ্রুত সময়ে মুক্তি পাবেন ।

মেথিঃ মেথি মাথার খুশকি দূর করতে অনেক বেশি সাহায্য করে থাকে । তাই মাথার খুশকি দূর করতে মেথি প্রথমে রাতে ভিজিয়ে রাখুন সকালে পানি থেকে ছেঁকে নিয়ে ভালো করে পিষে নিন তবে মেথির পানি ফেলে দিবেন না মাথার ত্বকে ভালোভাবে ৫০ থেকে ৬০ মিনিট লাগে রাখুন এরপর ভালো করে ধুয়ে ফেলুন আপনার চুল ধোয়া হয়ে গেলে পরে মেথি ভেজানো পানি দিয়ে আরেকবার চুল ধুয়ে ফেলতে হবে এভাবে সপ্তাহে কয়েকবার করলে মাথার খুশকি থেকে আরাম পাওয়া যাবে।

মুলতানি মাটিঃ মাথার খুশকি দূর করতে ও রূপচর্চার কাজে মুলতানি মাটি ব্যবহার করা হয়ে থাকে তবে মুলতানি মাটি মাথার খুশকি দূর করতে অনেক বেশি কাজ করে থাকে কেননা মুলতানি মাটিতে যে ব্যাকটেরিয়া থাকে সেটা খুশকি দূর করতে অনেক বেশি কার্যকর সেজন্য মুলতানি মাটির সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় কয়েক মিনিট মাসাজ করুন এবং 10 থেকে 15 মিনিট পর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ।

এলোভেরা জেলঃ এলোভেরা জেল ব্যবহার করে মাথার খুশকি দূর করা যায় সেজন্য আপনাকে চুলে শ্যাম্পু করা ৩০ মিনিট আগে ভালোভাবে এলোভেরা জেল ব্যবহার করুন এবং পরে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন এভাবে নিয়মিত কয়েকদিন ব্যবহার করলে খুশকি কমে যাবে।

অলিভ অয়েল তেলঃ মাথার চুলে খুশকি ও চুলে স্বার্থ রক্ষার্থে অলিভ অয়েল তেল অনেক বেশি কাজ করে সেজন্য অলিভ অয়েল তেল পরিমাণ মতো নিয়ে হালকা করে গরম করুন এরপর রাতে লেবুর রসের সঙ্গে মিশ্রণ করুন আপনার চুলের ত্বকে ভালোভাবে মাসাজ করুন এক ঘন্টা পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন এভাবে সপ্তাহে কয়েকদিন করলে আপনার চিরতরে খুশকি দূর হয়ে যাবে।

ডিমের ব্যবহারঃ মাথার খুশকি দূর করতে ডিম ব্যবহার করা যেতে পারে সেজন্য আপনাকে একটি ডিমের সাদা অংশ এবং তার সঙ্গে চার চামচ মত টক দই ভালোভাবে মিশ্রণ করে নেবেন এবং তার সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে দেন আপনার মিশ্রণটি তৈরি হলে মাথার ত্বক সহ চুলে লাগিয়ে রাখুন ২০ থেকে ২৫ মিনিট রাখার পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন সপ্তাহে এক থেকে দুইবার এটি করলে আপনি মাথার খুশকি থেকে আরাম পাবেন।

মাথার খুশকি দূর করার উপায় - চুলের খুশকি দূর করার উপায়

মাথার খুশকি দূর করতে অনেকে অনেক রকম পদ্ধতি ব্যবহার করে থাকেন । আবার কেউ ডাক্তারের পরামর্শ নিয়ে বিভিন্ন মেডিসিন ব্যবহার করে থাকেন । আপনার মাথার খুশকি দূর করতে ঘরোয়া উপায়ে মাধ্যমে খুশকি দূর করা সম্ভব এছাড়াও নিচের কয়েকটি দূর করার উপায় সম্পর্কে দেয়া হলোঃ
  • মাথার খুশকি দূর করতে দই প্যাক ব্যবহার করতে পারেন।
  • নারিকেল তেল ও লেবুর রস মিশ্রণের মাধ্যমে মাথার খুশকি দূর করা যায় ।
  • নিম পাতা ব্যবহারের মাধ্যমে মাথার খুশকি দূর হয় ।
  • আপেল সাইডার ভিনেগার ব্যবহার ও তার সঙ্গে তেল মিশ্রণে খুশকি দূর করা যায়।
  • অলিভ অয়েল তেলের সঙ্গে লেবুর রস মিশ্রণে দূর করা যায়।
  • দৈনিক পর্যাপ্ত পরিমাণ ঘুম প্রয়োজন।
  • বাইরে চলাফেরার সময় মাথায় ক্যাপ বা হিজাব ব্যবহার করা যেন ধুলাবালি না ঢোকে।
  • সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন শ্যাম্পু করা।
  • অনেকে চুলে সরিষার তেল ব্যবহার করেন সে ক্ষেত্রে বেশি ব্যবহার করলে চুল চ্যাট চ্যাটে ও ভারীভাব সৃষ্টি হয় তাই অতিরিক্ত তেল না ব্যবহার করা।
  • মাথার চুলে মাথার চুলে অনেকে বিভিন্ন ধরনের প্রসাধনী জেল ব্যবহার করে রাখেন সেটা চুলে ত্বকের জন্য চুলের ত্বকের জন্য খারাপ তাই জেল ব্যবহার থেকে বিরত থাকে ।
  • মাথার খুশকি দূর করতে আমলকি অনেক বেশি কার্যকরী তাই আমলকি ব্যবহার করা যেতে পারে।
  • অনেকে মাথায় চুলে বিভিন্ন ধরনের চুল কালার করার জন্য রং ব্যবহার করে থাকেন এ রঙে ব্যবহারে এলার্জি থাকলে আপনার মাথায় খুশকি সহ চুলকানি তৈরি হতে পারে তাই রং ব্যবহার থেকে বিরত থাকা।

লেবু দিয়ে খুশকি দূর করার উপায়

মাথার খুশকি দূর করতে লেবু দিয়ে করা যায় সেজন্য আপনাকে কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে চলুন তাহলে কিভাবে লেবু দিয়ে খুশকি দূর করা যায় সে উপায় সম্পর্কে জেনে আসি।
লেবু দিয়ে খুশকি দূর করার উপায়

লেবু ও টক দইঃ আপনার চুলের খুশকি দূর করার জন্য লেবু ও টক দই প্যাক ব্যবহার করা যেতে পারে ।সেজন্য আপনাকে দুই চামচ সঙ্গে এক চামচ লেবুর রস এবং সঙ্গে আরও এক চামচ মধু মিশিয়ে মাথার ত্বকে 20 থেকে 25 মিনিট রেখে দিন তারপর শ্যাম্পু দিয়ে মাথা চুল সহ গোসল করে ফেলুন এভাবে সপ্তাহে এক থেকে দুই দিন করলে খুশকি থেকে মুক্তি পাবেন।

আমলকি ও লেবুঃ মাথার খুশকি দূর করতে আরও একটি কার্য করে পদ্ধতি হলো আমলকি ও লেবুর মিশ্রণ। আপনি যদি খুশকি দূর করতে চান তাহলে আপনাকে দুই চামচ লেবুর রসের সঙ্গে দুই চামচ আমলকের রস ভালোভাবে মিশিয়ে চুলের গোড়ায় 20 থেকে 25 মিনিট লাগিয়ে রাখুন এবং পরে শ্যাম্পু দিয়ে গোসল করে ধুয়ে ফেলুন দেখবেন সপ্তাহে দুই থেকে তিন দিন এভাবে করলে আপনার খুশকি দূর হয়ে যাচ্ছে।

এলোভেরা দিয়ে খুশকি দূর করার উপায়

অ্যালোভেরা দিয়ে খুশকি দূর করা সম্ভব প্রাচীন কাল থেকে এলোভেরার ব্যবহার হয়ে আসছেন। তবে এলোভেরা রূপচর্চার কাজে বেশি ব্যবহার হয়ে থাকে। চুলে সৌন্দর্য ও ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে এলোভেরা জেল অনেক বেশি উপকারী । চলুন তাহলে কিভাবে আপনার মাথার খুশকি এলোভেরা জেল দিয়ে দূর করা যায় সে সম্পর্কে জেনে আসি।
এলোভেরা দিয়ে খুশকি দূর করার উপায়


এলোভেরা রসঃ মাথার খুশকি দূর করতে এলোভেরা রস সপ্তাহে অন্তত দুইদিন চুল ধুয়ে নিন এভাবে নিয়মিত কয়েক সপ্তাহ করলে আপনার মাথার চুল খুশকি দূর হয়ে যাবেন । এছাড়াও আপনি শ্যাম্পু দিয়ে চুল ধরে নেয়ার পর মাথার তালুতে অ্যালোভেরা রস লাগাতে পারেন এবং তারপর সুতি কাপড় দিয়ে ১৫ থেকে ২০ মিনিট মুড়িয়ে রাখুন এবং প্রাকৃতিকভাবে চুল শুকিয়ে নিতে হবে এভাবেই খুশকি দূর করা যায়।

এলোভেরা পেস্টঃ খুশকি দূর করতে অ্যালোভেরা পেস্ট ব্যবহার করতে পারেন । সেজন্য আপনাকে এলোভেরা পেস্টে মাথার তালুতে নিয়ে ভালোভাবে মাসাজ করুন এবং শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে প্রতি মাসে অন্তত এক থেকে দুইবার করলে খুশকি থেকে মুক্তি পাবেন।

এলোভেরা জেলঃ এলোভেরা জেল যেমন রূপচর্চার কাজে ব্যবহার হয় তেমনি মাথার খুশকি দূর করতে সাহায্য করে সেজন্য এলোভেরা পাতা কেটে এলোভেরা জেল বের করে সংগ্রহ করুন এরপর ভালো করে চুলের ত্বক ও চুলে ব্যবহার করুন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

মেয়েদের মাথার খুশকি দূর করার উপায়

খুশকি মেয়েদের বা ছেলেদের সবার মাথায় দেখা যায় । কেননা এই খুশকি ছত্রাকের প্রভাবে হয়ে থাকে। ছত্রাক ছাড়াও খুশকি হওয়ার আরো কিছু কারণ আছে নিয়মিত চুল আচরানো না হলে মাথা অপরিষ্কার থাকে। সে ক্ষেত্রে আপনার খুশকিহতে পারে শুষ্ক ত্বক প্রচন্ড শীত বা গরমে কারণে আবহাওয়ার আদ্রতা উঠা নামার কারণে আপনার খুশকি হয়ে থাকে।

অতিরিক্ত তেল ব্যবহার করা বন্ধ করতে হবে ।অতিরিক্ত মাথা তিলাক্ত থাকলে ছত্রাকে জন্ম নেয় সেখান থেকে খুশকি হয় । মানসিক দুশ্চিন্তা খুশকি আরেকটি কারণ এ হাইপারটেনশনের কারণে আপনার খুশকি হতে পারে তাই সব সময় ভালো থাকার চেষ্টা করতে হবে ।অনিয়মিত ভাবে শ্যাম্পু ব্যবহার করলে মাথায় খুশকি হতে পারে।

কেননা মাথা অপরিষ্কার থাকলে ছত্রাকের জন্ম হয় সেখান থেকেই খুশকি সৃষ্টি হয় মাথা সব সময় পরিষ্কার রাখতে হলে সে জন্য স্কার্ফ ব্যবহার করতে পারেন।

মাথার খুশকি ও চুলকানি দূর করার উপায়

মাথার খুশকি ও চুলকানি সৃষ্টি হয় ছত্রাকের সংক্রমণ থেকে ।ম্যালাসেজিয়া এটা একটা অন্যতম ছত্রাক যার ফলে আমাদের মাথায় খুশকি ও চুলকানি দেখা যায় এই ম্যালাসেজিয়া ছত্রাকের অতিরিক্ত সংক্রমণ হলে মাথায় চুলকানি বেড়ে যায়। আমরা অনেক সময় চুলের সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন জেল হেয়ার স্প্রে ও কালার ব্যবহার করে থাকি সেটাও খুশকি ও চুলকানির কারণ হতে পারে।

এগুলোতে পার্শ্ব প্রতিক্রিয়া আছে তাই এগুলো ব্যবহারের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। মাথার খুশকি ও চুলকানি দূর করতে অ্যাপেল সিডার ভিনেগার খুব ভালো কাজ করে। অ্যাপেল ফিডার ভিনেগার এর নিয়ম হলো ১/২ কাপ পানিতে ১/২ কাপ অ্যাপেল সিডার ভিনেগার মিশ্রণ করে নেয়। এরপর মিশ্রণটি মাথা থেকে চুলে ভালোভাবে লাগিয়ে নিন ভালো করে ১০ মিনিট ম্যাসাজ করে রাখুন।

এরপর চুল ধুয়ে নিন এতে করে আপনার খুশকি ও চুলকানি দূর হবে । এছাড়াও আপনারা নিমের তেল মেথি প্যাক ও মেহেদী পাতার রস ব্যবহার করতে পারেন এগুলির মাথার খুশকি ও চুলকানির জন্য খুবই কার্যকরী।

ছেলেদের চুলের খুশকি দূর করার উপায়

বিভিন্ন কারণে ছেলেদের মাথায় খুশকি হয়ে থাকে খুশকি কোন রোগ বা রোগের লক্ষণ নয়। মাথা পরিষ্কার রাখলে খুশকি কম হয় । মাথার খুশকি কমাতে মেহেদি বাটা এবং টক দই এক সঙ্গে মিশ্রণ করে মাথার চুলে ভালোভাবে লাগিয়ে ৩০ থেকে ৪০ মিনিট অপেক্ষা করুন এরপরে ভালোভাবে মাথা ধুয়ে ফেলুন এবার শ্যাম্পু দিয়ে আরেকবার মাথাটা ধুয়ে ফেলতে হবে।

সপ্তাহে দুই থেকে তিনবার এইভাবে নিয়ম অনুসারে ব্যবহার করলে আপনার খুশকি আগের থেকে অনেকটা কমে যাবে। এছাড়াও কাঁচা পেঁয়াজের রস খুশকি কমাতে অনেক কার্যকরী উপাদান ।মাথায় অতিরিক্ত খুশকি কমাতে কিছুদিন তেলের ব্যবহার বন্ধ করতে হবে ও খুশকি জন্য শ্যাম্পু ব্যবহার করতে হবে ফলে চুলের গোড়া পরিষ্কার থাকলে খুশকি কমে যাবে।

ছেলেদের ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে সেটা হল মাথার ক্যাপ বেশিক্ষণ ব্যবহার করা যাবে না কেননা ক্যাপ ব্যবহার করলে মাথা ঘেমে ছত্রাকের সংক্রমণ হয় সেখান থেকেই চুল পড়া ও খুশকি সৃষ্টি হয় তাই বেশিক্ষণ ক্যাপ করে থাকা উচিত নয়।

সাধারণ প্রশ্নবলিঃ(FAQ)

প্রশ্নঃ এলোভেরা কি খুশকি দূর করে?

উত্তরঃ এলোভেরা খুশকি দূর করতে সাহায্য করে এমনকি রূপচর্চার কাজে প্রাচীনকাল থেকে অ্যালোভেরা ব্যবহার হয়ে আসছে।

প্রশ্নঃ লেবুর দিয়ে খুশকি দূর করা যায়?

উত্তরঃ লেবুর রস দিয়ে এবং তার সঙ্গে তেলের মিশ্রণে ব্যবহার করে খুশকি দূর করা যায় যা উপরে আলোচনা করা হয়েছে ।

প্রশ্নঃ খুশকি দূর করতে আমলকি কাজ করে?

উত্তরঃ খুশকি দূর করতে আমলকি সঙ্গে লেবুর রস মিশ্রণে খুব ভালো কাজ করে থাকে।

প্রশ্নঃ খুশকি পরিমাণ বেশি হলে করণীয় কি?

উত্তরঃ আপনার খুশকির পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে প্রাথমিক অবস্থায় প্রাকৃতিক উপায় ব্যবহার করুন এটা করে যদি না কমে তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।

প্রশ্নঃ খুশকির জন্য ভালো শ্যাম্পু কি?

উত্তরঃ খুশকির জন্য বর্তমানে ভালো শ্যাম্পু হিসেবে চিকিৎসকরা ব্যবহার করছেন কেটোকোনাজল শ্যাম্পু এটি ঔষধযুক্ত এন্টিফাঙ্গাল শ্যাম্পু মাথার ছত্রাক সহ বিভিন্ন ধরনের সংক্রমণ হতে মুক্তি পাওয়া যায় তবে ডাক্তারি পরামর্শ নিয়ে ব্যবহার করা উত্তম।

শেষ কথাঃচিরতরে খুশকি দূর করার উপায় 

সম্মানিত পাঠক আজকে আমরা জানলাম কিভাবে চিরতরে খুশকি দূর করার উপায় সম্পর্কে ।আপনি যদি উপরের টিপস গুলো ভালোভাবে মেনে চলেন তাহলে আপনার মাথার খুশকি থেকে মুক্তি পাবেন ।এই পোস্টটি আপনাদের ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আরো অন্যান্য তথ্য জানতে আমাদের এই ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

NETEINFO ওয়েবসাইটে এর নীতিমালা মেনে কমেন্ট করুন কেননা প্রতি কমেন্টের রিভিউ করা হয়

comment url