চন্দনের উপকারিতা
চন্দন ক্রিম দাম - চন্দন ক্রিম ব্যবহারের নিয়মসম্মানিত পাঠক আজকে আমরা এই
পোস্টটিতে চন্দনের উপকারিতা ও রূপচর্চায় চন্দন এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব ।
আমরা জানি চন্দনের অনেক উপকার বিদ্যমান রয়েছে । কিন্তু চন্দন মূলত রূপচর্চায়
সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে ।
পোস্ট সূচিপত্রঃকেননা চন্দন হল রূপচর্চায় বিশেষ গুণাগুণ সম্পন্ন ।
রূপচর্চায় চন্দনের উপকারিতা সম্পর্কে আমরা বিস্তারিত জানব তাহলে আপনি চন্দনের
উপকারিতা সম্পর্কে জানতে হলে এ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন ।
চন্দনের উপকারিতা - রূপচর্চায় চন্দনের উপকারিতা
আমরা সকলেই জানি গরমের সময় আমাদের শরীর বা ত্বকের বেশি যত্ন নেয়া লাগে । কেননা
এই সময় রোদে অতিরিক্ত গরমের কারণে আমাদের ত্বকের প্রতি ক্ষতি সাধন হয়ে থাকে ।
তাই এই ক্ষেত্রে চন্দন অনেক বেশি উপকারী আপনার ত্বকের অতিরিক্ত পরিমাণে তেল শোধন
করে নিতে চন্দন অনেক বেশি কার্যকর । এছাড়াও চন্দন অ্যান্টিসেপটিক হিসেবে
উপকারিতা পাওয়া যায় । আবার আগে বিয়েতে অনেকে সাজানোর জন্য এই চন্দনে ব্যবহার
হতো । অনেক বিশেষজ্ঞরা বলেন চন্দন হল সব গুনে গুণান্বিত একটি উপাদান।
শুষ্ক ত্বকের জন্যঃ আপনার শুষ্ক ত্বক দূর করার জন্য চন্দন অনেক বেশি
উপকারী । আপনার ত্বকের শুষ্কতা দূর করার জন্য মধু বা দুধ নিয়ে চন্দনের সাথে
মিশিয়ে ব্যবহার করতে পারে । আবার সবগুলো উপাদান মিশিয়ে ফেসপ্যাক করে আপনার
ত্বকে লাগাতে পারে । এই ফেসপ্যাক ব্যবহারের ফলে আপনার ত্বক শুষ্কতা থেকে মুক্ত
থাকবে এবং ত্বকে টানটান দাগ মুক্ত থাকবে ।
সৌন্দর্য বৃদ্ধির ও উজ্জ্বলতাঃ আপনি যদি আপনার সৌন্দর্য বৃদ্ধি এবং আপনার
চেহারা উজ্জ্বলতাকে বেশি বৃদ্ধি করতে চান তাহলে আপনার জন্য চন্দন সবথেকে পছন্দ
হবে। এর জন্য আপনাকে চন্দনের সাথে কিছু উপাদান মিশ্রণ করতে হবে । আপনি প্রথমে
চন্দনের সাথে টক দই পরিমাণ মতো কাঁচা হলুদ অথবা দুধের সঙ্গে মিশ্রণ করে ব্যাগ
তৈরি করে এটি 20 মিনিট মুখে লাগিয়ে রাখুন । তারপর ঠান্ডা পানি দিয়ে ফেসপ্যাকটি
ধুয়ে ফেলুন । এভাবে আপনি নিয়ম অনুসারে ফেসপ্যাক টি ব্যবহার করতে পারলে খুব
তাড়াতাড়ি ত্বকের উজ্জ্বলতা আপনার বৃদ্ধি পাবে ।
তৈলাক্ত ত্বকের জন্যঃ ত্বকের তৈলাক্ত ভাব সবচেয়ে গরমকালে বেশি হয়ে থাকে
প্রায় আমাদের মধ্যে অনেক মানুষ এই সমস্যার সম্মুখীন হয় । গরমকালে বা শীতকালে
কারো যদি তৈলাক্ত ভাব থাকে তাহলে আপনি চন্দনের সাথে গোলাপজল মিশিয়ে ব্যবহার
করবেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার তৈলাক্ত ভাব কমে যাচ্ছে ।
মুখের ময়লা দূর করার জন্যঃ যাদের মুখে বেশি পরিমাণে তেল এবং ময়লা ক্লিন
করতে চান তাদের জন্য চন্দন অনেক বেশি উপযোগী হিসেবে কাজ করবে । এর জন্য আপনাকে
চন্দনের সাথে টমেটোর রস ও মুলতানি মাটি মিশ্রণ করে ব্যবহার করতে হবে । তাহলে
দেখবেন খুব অল্প সময়ের ভিতরে আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে ।
রোদে পোড়া ভাব দূর করার জন্যঃ গরমের সময় বাইরে আমরা অনেকে চলাচল করতে
হয় এবং এই গরমের সময় যে অতিরিক্ত রোধ এই রোদের কারণে আমাদের অনেকেরই টপে পোড়া
ছাপ মত দেখা যায় । তাই এই রোদ পোড়া ছাপ কমাতে চন্দন পাউডারের সাথে এলোভেরা জেল
নিয়মিত ব্যবহার করতে হবে । এর উপাদানটি মুখের ব্রণ জন্য ভালোবাসা যদি আপনি
নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে এর উপকারিতা পাবেন।
ব্রণের সমস্যা দূর করতেঃ মুখের ব্রণ আমাদের কাছে সকলের পরিচিত তাই আপনার
মুখে ব্রণ দূর করতে চন্দন ব্যবহার অনেক বেশি উপকারী । আপনারা যারা মুখে ব্রণের
সমস্যায় আছেন অথবা ব্রণের কারণে আপনার মুখে অবস্থা খারাপ হয়ে গেছে আপনি তাহলে
নিয়মিত চন্দন পাউডারের ফেসপ্যাক তৈরি করে মুখে ব্যবহার করুন । তবে এই ফেস
প্যাকটি নিয়মিত ব্যবহার করলে আপনি তাড়াতাড়ি ফল পাবেন ।
ত্বকের র্যাশ থেকে মুক্তি ঃ আপনাদের মধ্যে যাদের ত্বক সূর্য রশী সহ
করতে পারেন না ফলে তাদের তাকে লালচে দাগের মতো ভাব দেখা যায় । এই সকল সমস্যা
থেকে মুক্তি পাওয়ার জন্য চন্দন পেস্ট খুব ভালো কাজ করে এছাড়াও ত্বকের কালো দাগ
দূর করার জন্য চন্দনের ব্যবহার অনেক বেশি কার্যকর।
রূপচর্চায় চন্দনের ব্যবহার - চন্দনের উপকারিতা
আমরা উপরে বিষয়গুলো থেকে জানতে পারলাম যে চন্দন ত্বকের জন্য একটি গুরুত্বপূর্ণ
উপাদান । তবে চন্দন রূপচর্চার ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহার হয়ে থাকে । চন্দন
কাঠের পাউডার পাওয়া যায় যেটা ব্যবহার করে আপনার ত্বককে পরিষ্কার করতে উজ্জ্বলতা
ও রোদে পোড়া ভাব দূর করতে ।এছাড়াও ত্বকের সুন্দর ও সজীব রাখতে অসংখ্য গুনাগুন
রয়েছে এই চন্দন এর। চলুন তাহলে রূপচর্চায় চন্দনের ব্যবহার জেনে নিনঃ
- আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ব্যবহার করা হয়।
- যাদের ব্রণ এবং ত্বকের বিভিন্ন দাগ দূর করতে ব্যবহার করা হয় ।
- অনেকে যাদের কালো দাগ রয়েছে সেগুলো দূর করতে এই চন্দন ব্যবহার করা ।
- অনেকের ত্বক টানটান করতে চন্দন ব্যবহার করা হয়।
- এছাড়াও ত্বকের ক্লান্তি দূর করতে চন্দন ব্যবহার করা হয় ।
চন্দন বেশি ব্যবহার হয় বিশেষ করে তৈলাক্ত ত্বক ও সংবেদনশীল ত্বক এছাড়াও শুষ্ক
ত্বক। এখানে তিন ধরনের ত্বকের জন্য চন্দন পাউডারকে ফেসপ্যাক তৈরি করে ব্যবহার
করতে হবে তাহলে চলুন কিভাবে চন্দন পাউডারের ফেসপ্যাক তৈরি করা যায় সে সম্পর্কে
জেনে নিন।
শুষ্ক ত্বকের জন্য ব্যবহারঃ শুষ্ক ত্বকের জন্য বাড়তিভাবে মশ্চারাইজার
প্রয়োজন রয়েছে। এই শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতে হলে আপনাকে একটি চন্দনের
ফেসপ্যাক তৈরি করতে হবে। প্রথমে চন্দন পাউডারের সাথে মধু ও দুধ ভালো ভাবে মিশ্রণ
ু করুন এবার ফেসপ্যাকটি আপনার মুখেও হাতে পায়ে ব্যবহার করলে আপনার ত্বকের শুষ্ক
থেকে রক্ষা পাবেন।
সংবেদনশীল ত্বকের জন্য ব্যবহারঃ সংবেদনশীল ত্বকের জন্য বেশি সচেতন থাকা
উচিত। তাই তাই যাদের সংবেদনশীল ত্বকের জন্য চন্দনের ফেসিয়াল প্যাক তৈরি করতে হবে
এর জন্য আপনাকে চন্দনের সঙ্গে পরিমাণ মতো টক দই মিশ্রণ করতে হবে এ এছাড়াও মধুর
সাথে মিশিয়ে আপনি ব্যবহার করতে পারেন এগুলো শরীরে ব্যবহার করার পর ১৫ থেকে ২০
মিনিট রেখে ধুয়ে ফেলুন এরপরেই জলপাইয়ের তেল ব্যবহার করুন। এভাবেই চন্দন প্যাক
তৈরি করে আপনার ত্বকে যত্ন নিতে পারেন।
তৈলাক্ত ত্বকের জন্য ব্যবহারঃ আপনাদের যাদের ত্বক তৈলাক্ত ভাব রয়েছে তারা
চন্দনের সাথে গোলাপজল মিশিয়ে আপনাদের শরীরে ব্যবহার করতে পারেন । ত্বককে
উজ্জ্বলতা বৃদ্ধি ও তার সাথে কুবেরীকে পরিষ্কার করতে চন্দনের আয়ুর্বেদিক গুণ
রয়েছে । তাই আপনারা রূপচর্চায় চন্দন ব্যবহার করতে পারেন ।
শেষ কথাঃচন্দনের উপকারিতা
সম্মানিত পাঠক আজকে আমরা জানলাম রূপচর্চায় চন্দনের উপকারিতা এবং চন্দনের
ব্যবহার। তাই আপনি যদি আপনার ত্বকের এবং সেই সাথে রূপচর্চা করতে চান তাহলে
চন্দনের অনেক উপকারিতা পাবেন । চন্দনে ব্যবহার নিয়মিত করলে এর সুফল তাড়াতাড়ি
পাওয়া যায় । রূপচর্চায় চন্দনে ব্যবহার অনেক আগে যুগ থেকেই হয়ে আসছে । এছাড়াও
অনেক রকম কসমেটিক্স সামগ্রীতে চন্দনের ব্যবহার করা হয়ে থাকে যেমন সাবান বিভিন্ন
ধরনের ক্রিম পারফিউম ইত্যাদি । এরকম আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটে ফলো করুন
সবাই ভালো থাকবেন ধন্যবাদ ।
NETEINFO ওয়েবসাইটে এর নীতিমালা মেনে কমেন্ট করুন কেননা প্রতি কমেন্টের রিভিউ করা হয়
comment url