এক ক্লিকে জেনে নিন রকেট একাউন্টের ব্যালেন্স চেক করার কোড
এক মিনিটে জেনে নিন NID - জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়মবর্তমানে মোবাইল ব্যাংকিং সেবা দেশের এ প্রান্ত থেকে ওই প্রান্ত ছড়িয়ে গেছে।
মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে মানুষ খুব সহজে টাকা পাঠাতে পারে এক জেলা থেকে
অন্য জেলায়। তেমনি আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় মোবাইল
ব্যাংকিং অ্যাপস রকেট সম্পর্কে।
পোস্ট সূচীপত্রআমরা অনেকে রকেটের একাউন্ট ব্যালেন্স চেক করার কোড জানিনা ।
যারা জানেন তারা তো অবশ্যই তাদের জন্য ভালো কিন্তু যারা জানেন না তারা অনেক সময়
বিভ্রান্তির ভিতর পড়তে হয় । তাহলে চলুন আমরা আজকে রকেটের একাউন্ট ব্যালেন্স চেক
করার কোড সম্পর্কে জানি।
আমাদের দেশের সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা ডাচ-বাংলা ব্যাংকের রকেট অ্যাপস টি
ব্যবহার করা হয় । এরপর সময়ের প্রেক্ষিতে বিকাশ, নগদ, উপায় বিভিন্ন ধরনের
মোবাইল অ্যাপস ব্যাংকিং সেবা চালু করে । ডাচ বাংলা ব্যাংকের রকেট একাউন্টের
ব্যালেন্স চেক করার দুইটি পদ্ধতি রয়েছে পদ্ধতি দুইটি হচ্ছে একটি অ্যাপসের
মাধ্যমে এবং অন্যটি কোড ডায়াল করে । এখন আমরা আপনাদের সুবিধার প্রেক্ষিতে এই দুই
ধরনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব ।
- তিন সংখ্যার ডায়াল কোড
- রকেট অ্যাপস মাধ্যমে
রকেট একাউন্ট চেক করার কোড বার
রকেট একাউন্টের বা ব্যালেন্স চেক করার কোড বাড় টি হল *৩২২# । আমরা মোবাইল ফোনে
এই তিন সংখ্যার কোড ডায়াল করে রকেটের একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবে ।
এছাড়াও অন্যান্য সুবিধা ও সুযোগ-সুবিধা যেগুলো রয়েছে সেগুলো উপভোগ করতে পারব ।
এবং আমাদের মধ্যে যাদের এন্ড্রয়েড ফোন বা স্মার্টফোন নেই আমরা সাধারণত যারা বাটন
ফোন ব্যবহার করি তারাও এই কোড ডায়াল করে রকেটের একাউন্ট ব্যালেন্স চেক করতে
পারবে ।
আপনি যখন *322# আপনার বাটন অথবা অ্যান্ড্রয়েড ফোনে ডায়াল করবেন তখন নিচে থাকে
ছবির মত বেশ কিছু অপশন দেখতে পাবেন ..। চলুন তাহলে এর নিচে থাকা অপশন গুলোর
কোনটার কি কাজ সে সম্পর্কে আলোচনা করি।
Bill Pay: সর্বপ্রথম আপনারা যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আপনার বাসার
বিদ্যুৎ বিল গ্যাসের বিল ইন্টারনেট বিল পানির বিল ইত্যাদি বিভিন্ন ধরনের বিলগুলো
পরিশোধ করতে পারবেন
Send Money: সেন্ড মানি অপশনে মাধ্যমে আপনার রকেট একাউন্টের টাকা থেকে আপনি অন্য
যেকোন রকেট একাউন্টে টাকা পাঠাতে পারবেন ।
TopUp/Telco Service: টপ-আপ সার্ভিসের মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনের টাকা
রিচার্জ করতে পারবেন । যে কোন সিমে আপনি টাকা রিচার্জ করতে পারবেন ।
Bank A/C: এই অপশনটিতে আপনারা আপনাদের ডাচ বাংলা একাউন্টের থেকে রকেট একাউন্টে
টাকা আদান-প্রদান সহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন ।
My Acc: My Acc মাধ্যমে আপনি আপনার রকেট একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন ।
Binimoy: আপনারা যারা দেশের বাইরে টাকা আযান প্রদান করে থাকেন তাদের জন্য এই
অপশনটি ব্যবহার করা হয় ।
Cashout: ক্যাশ আউটের মাধ্যমে আপনার নিজের রকেট একাউন্টের টাকা উত্তোলন করতে
পারবেন ।
Marchant Pay: এই অপশনটিতে আপনারা যখন কোন কিছু কেনাকাটা করবেন সেটার বিল পেমেন্ট
করতে পারবেন।
TollCard: টোলপের ক্ষেত্রে আপনারা যখন যাতায়াত করেন তখন বিভিন্ন ব্রিজ বা
ফ্লাইওভারের টোল দিতে হয় এই অপশনটির মাধ্যমে আপনারা সে ব্রিজ বা ফ্লাইওভারের টোল
পরিশোধ করতে পারবেন
LogOut: লগ আউট অপশনের মাধ্যমে আপনারা আপনাদের একাউন্ট থেকে বের হতে পারবেন ।
রকেটের ব্যালেন্স চেক করার নিয়মঃ
- আপনার বাটন বা এন্ড্রয়েড ফোনে প্রথমে ডায়াল করুন *322# ।
- তারপর যে ১০ সংখ্যার একটি পেজ দেখতে পাবেন সেখানে দেখুন My Acc ৫ নম্বরে লেখা আছে নিচে অপশন যেখানে ফাঁকা আছে সেখানে পাঁচ ডায়াল করুন ।
- এরপর আপনার রকেট একাউন্ট চেক করার জন্য পরবর্তী যে রিপ্লে অপশন আসবে সেখানে 1 লিখে সেন্ড করুন ।
- এরপরের অপশনে গিয়ে আপনার গোপন চার সংখ্যা পিন দিয়ে সেন্ড করুন. মনে রাখবেন এ পিন নম্বর আপনি কারো সাথে শেয়ার করবেন না . বা কাউকে পিন নম্বর দিবেন না।
রকেট অ্যাপসএর মাধ্যমে একাউন্ট চেক
বর্তমান সময়ে মোবাইল ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো খুব সহজ হয়ে গেছে। এই সহজকে
আরও সহজ করে তুলতে মোবাইল ব্যাংকিং সেবা গুলো স্মার্টফোনের জন্য অ্যাপস তৈরি
করেছেন। তেমনি রকেট অ্যাপস ব্যবহার করে আপনি আপনার একাউন্ট চেকসহ অন্যান্য
সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন । চলুন তাহলে কিভাবে রকেট এপস এর মাধ্যমে রকেট
অ্যাকাউন্ট চেক করা নিয়ম সম্পর্কে আলোচনা করি ।
- সর্বপ্রথম আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে রকেট অ্যাপ (ROCKET APP) ইন্সটল করতে হবে ।
- এরপর আপনি যে নাম্বারে রকেট একাউন্ট খুলেছেন সে নম্বর দিয়ে লগইন করতে হবে ।
- এরপর রকেট অ্যাপ পক্ষ থেকে আপনাকে ফোন দিয়ে ভেরিফিকেশনের জন্য otp কোড বলা হবে .।
- ভেরিফিকেশন শেষ হয়ে গেলে আপনার গোপন পিন নাম্বার দিয়ে অ্যাপস এর মধ্যে প্রবেশ করুন ।
- প্রবেশ করা মাত্রই রকেট অ্যাপসে রকেট একাউন্টের একটি ইন্টারফেস দেখা যাবে ।
- সেখানে লেখা থাকবে ব্যালেন্স চেক করুন বা ইংলিশে লেখা থাকতে পারে TAB FOR BALANCE এই অপশনের উপর ক্লিক করলে আপনার একাউন্টে কত টাকা আছে সেটা আপনি দেখতে পারবেন ।
আপনারা যারা রকেট স অ্যাপ ব্যবহার করা জানেন তাদের জন্য সময় খুব কম লাগে যেকোনো
টাকা পাঠানো বা বিল পরিশোধ করতে কিন্তু যারা রকেট অ্যাপ ব্যবহার করতে পারেন না
তাদের অনেক বিভ্রান্তির মধ্যে পড়তে হয় তাই যদি আপনার স্মার্টফোন হয়ে থাকে
তাহলে আপনি অবশ্যই এই রকেট অ্যাপ ব্যবহার করতে পারেন।
সচরাচর প্রশ্ন (FAQ)
প্রশ্নঃ রকেট একাউন্টে ডায়াল কোড কত?
উত্তরঃ রকেট একাউন্ট চেক করার ডায়াল কোড হল*322#
প্রশ্নঃ একটি সিম নাম্বারে কয়টি রকেট একাউন্ট করা যায়?
উত্তরঃ আপনি একটি সিম নাম্বার দিয়ে একটি রকেট একাউন্টে করতে পারবেন.
প্রশ্নঃ রকেট একাউন্টের OTP কি কাউরের সাথে শেয়ার করা যাবে?
উত্তরঃ না ভুল করেও আপনি এই OTP কাউকে বলবেন না এতে আপনার একাউন্ট অন্যজনের হাতে
ট্রান্সফার হয়ে যাবে ।
প্রশ্নঃ রকেট একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে কি হবে?
উত্তরঃ আপনি যদি রকেট একাউন্টের পিন নম্বর ভুলে যান. তাহলে আপনাকে অবশ্যই তাদের
অফিসে গিয়ে ভোটার আইডি কার্ড দিয়ে ঠিক করে নিতে হবে।
শেষ কথা
সম্মানিত পাঠক আমরা আজকে এই পোস্টটিতে রকেট একাউন্টের ব্যালেন্স চেক করা সম্পর্কে
আলোচনা করলাম আজকের এই পোস্টটি আপনার ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করুন
আর আমাদের এই পোস্টটিতে কোন ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে মেসেজ করুন তাহলে
আমরা ভুলটি সঠিক করে নেওয়া চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ।
NETEINFO ওয়েবসাইটে এর নীতিমালা মেনে কমেন্ট করুন কেননা প্রতি কমেন্টের রিভিউ করা হয়
comment url