এক মিনিটে জেনে নিন NID - জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ম
নতুন ভোটারের জন্য কি কি লাগবে 2024অনলাইনে কিভাবে আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র সংশোধন করবেন সে
সম্পর্কে আজকের এই পোস্টটিতে বিস্তারিত ভাবে আলোচনা করা হবে।আপনি খুব কম সময়ে
ঘরে বসে আপনার ভুল এন আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র সংশোধন করে নিতে পারবেন ।
আপনার স্মার্ট আইডি কার্ডের কোন তথ্য ভুল হয়ে থাকলে সেটা এখন ঘরে বসেই সহজেই ঠিক
করা যায় । তাহলে চলুন কিভাবে আপনি আপনার স্মার্ট কার্ডের ভুলতথ্য পরিবর্তন করবেন
সে সম্পর্কে জেনে নিন।
পোস্ট সূচিপত্রআপনাদের যাদের ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড কোন
কারণবশত ভুল হয়ে গেছে বা স্মার্ট কার্ডের তথ্যগুলো সঠিকভাবে আসে নাই তাদের
বর্তমানে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । তাই এসব সমস্যা থেকে মুক্তি পাওয়ার
জন্য অবশ্যই আপনাকে আপনার জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট কার্ড টি এখন ঘরে বসেই
অনলাইনে মাধ্যমে অথবা নির্বাচন অফিসের কিংবা আপনার উপজেলা অথবা সিটি কর্পোরেশনের
মাধ্যমে গিয়ে জাতীয় পরিচয় ঠিক করে নিতে পারেন ।
আমরা অনেক সময় সঠিক তথ্য দিলেও যারা ভোটার আইডি কার্ড টাইপিং করেন তাদের ভুলবশত
কিছু অক্ষর মিসিং হয়ে যায় ফলে আপনার ভোটার আইডি কার্ডে নামের বানানগুলো বা তথ্য
ভুল হয়ে থাকে এছাড়াও অনেকের জন্ম তারিখ ভুল চলে আসে আর এক্ষেত্রে আরও বেশি
সমস্যা পড়ে যেতে হয় কেননা আপনার সার্টিফিকেটে জন্ম তারিখ একরকম ভোটার আইডি
কার্ডে অন্যরকম এজন্য আপনাকে অনেক সমস্যা সম্মুখীন হতে হয় । তাহলে চলুন আজকে
আমরা জাতীয় পরিচয় পত্র বা এন আই ডি কার্ড এর সংশোধনে নিয়মগুলো জেনে নেই
অনলাইনে এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড সংশোধন
আপনার ভুল জাতীয় পরিচয় পত্র বা এন আই ডি কার্ড সংশোধন করতে চাইলে আপনাকে মোবাইল
অথবা কম্পিউটার ডিভাইস দিয়ে যেকোনো ব্রাউজার থেকে টাইপ করতে হবে ''services.nidw.gov.bd ''
এই ওয়েবসাইটটি এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড এর সরকারি ওয়েবসাইট। এই
ওয়েবসাইটে গিয়ে আপনাকে স্মার্ট আইডি কার্ডের নম্বর ও জন্ম তারিখ দিয়ে একটি
প্রোফাইল ক্রিয়েট করতে হবে আপনার প্রোফাইলটি সম্পন্ন হয়ে গেলে তখন সংশোধনের
জন্য তাদের স্টেপগুলো পূরণ করতে হবে।
বলে রাখা ভালো আপনার এনআইডি কার্ডের বা স্মার্ট কার্ডের যে তথ্যগুলো আপনি ভুল মনে
করছেন সেগুলো সঠিক তথ্য প্রমাণসহ সত্যায়িত করে অনলাইনে সাবমিট করতে হবে । এবং
আপনার এই ভুল তথ্য সংশোধনের জন্য সরকারি কিছু নির্ধারিত ফ্রি জমা দিতে হবে। তাই
অবশ্যই আপনি আপনার এন আইডি কার্ডের ভুল তথ্য সংশোধনের জন্য সঠিকভাবে কাগজ
পাতাগুলো যাচাই বাছাই করে তারপর জমা দিবেন।
জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে কি কি লাগে
স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে যেগুলো কাগজপত্র প্রয়োজন হয়
সেগুলো আপনার ওপর নির্ভর করে। যদি আপনার জাতীয় পরিচয় পত্রে আপনার নাম ভুল থাকে
তাহলে আপনার সার্টিফিকেটের প্রয়োজন হবে আবার ধরুন আপনার জন্ম তারিখ ভুল হয়েছে
সে ক্ষেত্রে আপনার সার্টিফিকেট
ডিজিটাল জন্ম নিবন্ধন
কপি কিংবা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি প্রয়োজন রয়েছে ।
এছাড়াও কেউ যদি একই ব্যক্তি কিন্তু তার বিভিন্ন জায়গায় নাম রয়েছে । যেমন ধরেন
আপনার সার্টিফিকেট এক নাম জন্ম নিবন্ধনে আরেক নাম দিয়েছে আবার আপনার নামে যদি
জমি থাকে সেখানে আরেক নাম ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে আপনাকে এফিডেভিট কপি
লাগবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আপনার এনআরই কার্ডের যদি বর্তমান ঠিকানা
ভুলে থাকে সেক্ষেত্রে আপনার ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সনদপত্র বা প্রত্যয়ন পত্র
সহ ইউনিয়ন ট্যাক্সের রশিদ এছাড়া অন্য আরো অন্যান্য প্রয়োজনে জিনিস ইউটিলিটি
বিল বা বিদ্যুৎ বিল প্রয়োজন পড়ে। নিজে ভালোভাবে বোঝার জন্য দেওয়া হলঃ
প্রয়োজনীয় কাগজপত্র গুলো হলঃ এইচএসসি বা এসএসসি অথবা সমমান পরীক্ষা সনদ ,
বিবাহের কাবিননামা , পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কপি , ডিজিটাল জন্ম নিবন্ধন
সনদ , এছাড়াও পিতা মাতার নাম ভুল হলে পিতা-মাতার ভোটার আইডি কার্ডের কপি
প্রয়োজন রয়েছে ।
জন্ম তারিখ সংশোধনের জন্য
প্রয়োজনীয় কাগজপত্র হলঃএইচএসসি বা এসএসসি অথবা সমমান পরীক্ষা সনদ , বিবাহের
কাবিননামা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কপি , ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ ।
পিতা মাতার নাম ভুল সংশোধন
প্রয়োজনীয় কাগজপত্র হলঃএইচএসসি বা এসএসসি অথবা সমমান পরীক্ষা সনদ , বিবাহের
কাবিননামা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কপি , ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ ,
ওয়ারিশান সনদ , চাকরিজীবীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানে প্রধানের প্রত্যয়ন পত্র ,
পরিবারের ভাইবোনের জাতীয় পরিচয় পত্রের কপি ,এছাড়াও পিতা মাতার নাম ভুল হলে
পিতা-মাতার ভোটার আইডি কার্ডের কপি প্রয়োজন রয়েছে ।
স্মার্ট কার্ড সংশোধনের ফ্রি
আপনার স্মার্ট কার্ড বা এন আইডি কার্ড সংশোধন করতে গেলে সরকারকে নির্ধারিত একটি
ফি জমা দিতে হয় তবে এ টাকা দেয়ার ক্ষেত্রে আপনার আইডি কার্ডের উপর নির্ভর করে
কত টাকা লাগবে কেননা আপনার তথ্যের উপর নির্ভর করে সে টাকা নির্ধারণ করা হয়ে থাকে
চলুন তাহলে জেনে নেই কোন তথ্যগুলো ভুল হলে কি পরিমান টাকা আপনাকে পরিশোধ করা
লাগবে সংশোধনের জন্য নিচে সেগুলো দেয়া হলোঃ
- ব্যক্তিগত তথ্য জন্য ২৩০ টাকা
- অন্যান্য তথ্য সংশোধন জন্য ১১৫ টাকা
- যদি আপনার দুইটাই ভুল হয়ে থাকে তাহলে তা সংশোধনের জন্য ৩৪৫ টাকা
আপনি আপনার এই এনআইডি কার্ড বা স্মার্ট আইডি কার্ডের ফি এখন বা মোবাইল ব্যাংকিং
এর মাধ্যমে পরিশোধ করা যায় আপনি বাংলাদেশের মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগদ রকেট
ইত্যাদির মাধ্যমে আপনার এনআইডি নাম্বার দিয়ে এ নির্ধারিত ফি জমা দিতে পারেন।
স্মার্ট আইডি কার্ড সংশোধন করার নিয়মাবলী
স্মার্ট আইডি কার্ড বা জাতীয় ভোটার পরিচয় পত্র সংশোধন করার জন্য দুইটি পদ্ধতি
রয়েছে প্রথমত আপনি আপনার জেলা বা থানা পর্যায়ে নির্বাচন অফিসে গিয়ে বা
উপজেলায় গিয়ে সেখানে ফর্ম নিয়ে ফর্ম পূরণ করে জমা দিয়ে আপনি আপনার জাতীয়
পরিচয় পত্র স্মার্ট কার্ড টি সংশোধন করে নিতে পারেন । এবং দ্বিতীয়টি অনলাইনের
মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ডটি সংশোধন করে নিতে পারেন তবে অনলাইন এর ক্ষেত্রে
বেশ কিছু নিয়ম রয়েছে চলুন তাহলে অনলাইনে কিভাবে আপনি ভোটার আইডি কার্ডের সংশোধন
করতে পারবেন সে সে ধাপগুলো দেখুন নিচেঃ
অনলাইনে স্মার্ট কার্ড সংশোধন কার্যাবলী নিয়ম
আপনি যদি আপনার ভোটার আইডি কার্ডটি অনলাইনে সংশোধন করতে চান তাহলে আপনাকে সর্ব
প্রথমে ''services.nidw.gov.bd'' এই
সরকার ওয়েবসাইটে ভিজিট করে এখানে এনআইডি কার্ডের নাম্বার জন্ম তারিখও ঠিকানা
দিয়ে ভেরিফিকেশন করে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে আপনি যখন একটি
অ্যাকাউন্ট খুলে সেখানে লগইন করবেন সে প্রোফাইল থেকে এডিট ক্লিক করে আপনার তথ্য
গুলো আপনার সংশোধন করতে পারবেন কিন্তু আপনি যে জিনিসটি সংশোধন করবেন তার জন্য
আপনাকে ফ্রি এবং প্রমাণস্বরূপ কিছু কাগজপত্র জমা করতে হবে আপনার আবেদন দেখে এবং
কাগজপত্র আপনার আবেদনটি অনুমোদন পেলে তবে আপনি আপনার আইডি কার্ডটি সংশোধন করে
নিতে পারবেন । চলুন নিয়ম অনুসারে ধাপগুলো দেখুনঃ
প্রথমতঃ ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের ছবি বা স্ক্যান করে রাখুন।
আপনার স্মার্ট আইডি কার্ডের ভুল সংশোধন জন্য আপনি যেটা ভুল হয়েছে সে ভুলের
পরিপ্রেক্ষিতে যে কাগজটি আপনি তুলে ধরতে চান সে কাগজটি অবশ্যই আপনি স্ক্যান অথবা
ছবি তুলে রাখুন অবশ্যই এমন ভাবে ছবি তুলবেন যেটাতে ইস্পষ্টভাবে বোঝা যায় ।
দ্বিতীয়তঃ এনআইডি সংশোধনের জন্য 'services.nidw.gov.bd'' যে একাউন্ট রেজিস্ট্রেশন করুন
আপনাদের যাদের একাউন্ট খোলা আছে তারা এ সাইডে গিয়ে সরাসরি এনআইডি নাম্বার ও
পাসওয়ার্ড দিয়ে আপনাদের একাউন্টের লগইন করতে পারবেন কিন্তু যাদের একাউন্ট
রেজিস্ট্রেশন করা নাই তারা অবশ্যই একাউন্টে রেজিস্ট্রেশন করে নেন ।
তৃতীয়তঃ স্মার্ট আইডি কার্ডের ভুল তথ্য সংশোধন করুন
আপনি যখন আপনার এনআইডি নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন লগইন করার পরে
আপনার প্রোফাইল অপশনে যে চলে যান এখানে ক্লিক করলে আপনি তিন ধরনের তথ্য সংক্রান্ত
অপশন দেখতে পাবেন যেমন ব্যক্তিগত তথ্য , অন্যান্য তথ্য ও ঠিকানা । আপনি যদি আপনার
ব্যক্তিগত তথ্য সংশোধন করতে চান হ্যালো উপরে ডানপাশে ইডিট বাটন ক্লিক করবেন
।
আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এবং সেখানে গিয়ে আপনি আপনার যে ভুল তথ্যটি
সংশোধন করতে চান তার বাম পাশে ঠিক অপশনে ক্লিক করতে হবে এভাবে আপনি আপনার ভোটার
আইডি কার্ড ভুল তথ্য গুলো আপনি যে কাগজগুলো সাবমিট করবেন সে কাগজ অনুযায়ী
সঠিকভাবে ওই অপশনটি পূরণ করুন এবং তার পরবর্তী বাটনে ক্লিক করুন ।
আপনাকে তারপরে সংশোধনের জন্য আপনি যেগুলো পূরণ করেছেন আগের এবং পরের সবগুলো অপশনে
আপনাকে দেখাবে এবং সংশোধনে যে নতুন ভাবে করেছেন তখন তার নিচে ক্লিক করতে হবে
এভাবে আপনি আপনার ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন ।
চতুর্থতমঃ স্মার্ট আইডি কার্ডের সংশোধন ফি পরিশোধ করুন
উপরে আপনি যেভাবে আপনার ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন করেছেন এবং নিচে এসে
আপনাকে আপনার ভুল সংশোধনের ধরন অনুযায়ী আপনাকে ফি প্রদান করতে হবে । তবে মনে
রাখবেন আপনি যখন আপনার ভোটার আইডি কার্ডে সংশোধনের কাজ করবেন তখন আপনার কম্পিউটার
বা মোবাইলের এতক্ষণ যা কিছু করেছেন তা ক্লোজ করবেন না আপনার নির্ধারিত ভুল
সংশোধনের ফি প্রদান করে আপনাকে আবার আবেদনে বাকি অংশের কাজগুলো করতে হবে ।
স্মার্ট আইডি কার্ড সংশোধনের ফি বিকাশে দেওয়ার নিয়মঃ
- আপনার স্মার্ট আইডি কার্ডের সংশোধনের জন্য যে নির্ধারিত ফি প্রদান করতে হবে তা আপনি বিকাশের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে দিতে পারবেন চলুন তাহলে নিয়মগুলো দেখে নিন ।
- আপনার ফোনে যদি অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে তাহলে আপনি PAY বিল অপশনে যাবেন অথবা যদি আপনি বাটন ফোন থেকে করেন সেখান থেকেও আপনি পাবেন অপশন পেয়ে যাবেন ।
- PAY বিল অপশনে গিয়ে সরকারি ফি অপশনে ক্লিক করুন এবং সেখানে গিয়ে আপনি NID SERVER অপশনটি বাছাই করুন ।
- এবার আপনার এনআইডি কার্ডের বা স্মার্ট কার্ডের নম্বরটি ইংরেজিতে টাইপ করুন বা লিখুন ।
- এবার আপনার ভুল সংশোধনের জন্য আপনার আবেদনের ধরন নির্বাচন করুন ।
- আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার দিয়ে আপনি আপনার ভোটার আইডি কার্ডের বা স্মার্ট আইডি কার্ডের নির্ধারিত ফি প্রদান করুন।
আপনার টাকা পরিশোধ করা হলে আপনি পুনরায় জাতীয় পরিচয় পত্র যে ওয়েবসাইটে গিয়ে
আবেদন করছিলেন সেখানে প্রমাণস্বর ছবি তুলে এবং সেখানে গিয়ে আপলোড করে আবেদন
ফরমটি সাবমিট করুন ।
পঞ্চমতমঃ ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজ আপলোড ও সাবমিট করুন
আপনার স্মার্ট আইডি কার্ডের কি পরিশোধ করার পর পঞ্চম ধাপে আপনাকে যে কাগজপত্র
গুলো রেডি করে বা স্ক্যান করে রাখতে বলা হয়েছিল ভুলের পরিপ্রেক্ষিতে সে কাগজগুলো
এবার একটি ফোল্ডারে আলাদাভাবে রেখে সে আবেদন অপশনে গিয়ে তারা যেভাবে ভুল
পরিপ্রেক্ষিতে তথ্যগুলো বা আপনার কাগজগুলো প্রমাণ চেয়েছে সে অপশন দিতে আপনার ওই
প্রমাণ কাগজপত্রগুলো আপলোড করতে হবে ।
ষষ্ঠতমঃ স্মার্ট আইডি কার্ডের সংশোধন ফর্মটি ডাউনলোড করে রাখুন
আপনার ভুল সংশোধনের জন্য স্মার্ট আইডি কার্ডটি যে আবেদনটি করেছিলেন সর্বশেষ
সাবমিট করার পর সে একাউন্টের ড্যাশবোডে ফিরে আসুন এবং সেখানে আপনি উপরের দিকে
লক্ষ্য করলে দেখতে পাবেন আবেদন ফরমটি ডাউনলোড করার জন্য একটি লিংক দেওয়া আছে সেই
লিংকে ক্লিক করলে আপনার স্মার্ট আইডি কার্ডের সংশোধনের ডাউনলোড ফ্রম টি ডাউনলোড
হয়ে যাবে এবং সেটা ভালোভাবে সংরক্ষণ করে রাখুন ।
সচারচর প্রশ্ন ( FAQ)
প্রশ্নঃ অনলাইনে মাধ্যমে জাতীয় স্মার্ট কার্ড সংশোধন করা যায় কিনা ?
উত্তরঃ অবশ্যই আপনি অনলাইনের মাধ্যমে জাতীয় স্মার্ট কার্ডের সংশোধন করে নিতে
পারবেন ।
প্রশ্নঃ অনলাইনে স্মার্ট আইডি কার্ডের সংশোধন করতে কতদিন সময় লাগে ?
উত্তর ঃ অনলাইনে মাধ্যমে স্মার্ট আইডি কার্ডের ভুল সংশোধন করতে সাত দিন থেকে ১৫
দিন কিংবা কোন ক্ষেত্রে 45 দিন পর্যন্ত লাগতে পারে । আবার আপনার প্রমাণ যদি ভুল
হয়ে থাকে তাহলে সেটা আবেদনটি বাতিল হতে পারে ।
প্রশ্নঃ স্মার্ট আইডি কার্ডের নাম সংশোধন করতে কি কি লাগে ?
উত্তরঃ স্মার্ট আইডি কার্ডের নাম সংশোধন করতে জেএসসি , এসএসসি , এইচএসসি শিক্ষাগত
যোগ্যতার সনদ জন্ম নিবন্ধন এছাড়াও পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এর কপি
প্রয়োজন রয়েছে ।
প্রশ্নঃ স্মার্ট আইডি কার্ডের তথ্য কতবার সংশোধন করা যায় ?
উত্তরঃ স্মার্ট আইডি কার্ডের একই তথ্য একবারে বেশি সংশোধন করা যায় না তবে বিশেষ
ক্ষেত্রে ঠিকানা স্বামীর নাম স্ত্রীর নাম রক্তের গ্রুপ এগুলো একাধিকবার সংশোধন
করা যায় ।
প্রশ্নঃ স্মার্ট আইডি কার্ডের নাম সংশোধনের জন্য কত টাকা লাগে?
উত্তরঃ স্মার্ট আইডি কার্ডের নাম সংশোধন করতে মাত্র ২৩০ টাকা লাগে ।
শেষ কথা
সম্মানিত পাঠক আজকে আমরা জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট আইডি কার্ডের ভুল সংশোধন
জন্য আলোচনা করলাম আজকের এই পোস্টটি আপনার ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার
করবেন আর আমাদের পোস্টটিতে কোন প্রকার ভুল হয়ে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে
জানাবেন । আমরা আমাদের ভুলটি যথার্থভাবে বিবেচনা করে শুধরে নেব । সবাই ভালো
থাকবেন ধন্যবাদ।
NETEINFO ওয়েবসাইটে এর নীতিমালা মেনে কমেন্ট করুন কেননা প্রতি কমেন্টের রিভিউ করা হয়
comment url