এক মিনিটে জানুন বিকাশে টাকা পাঠানোর সহজ উপায় 2024
এক ক্লিকে জেনে নিন রকেট একাউন্টের ব্যালেন্স চেক করার কোডআপনাদের যাদের বিকাশ একাউন্ট রয়েছে তারা অনেকেই এক বিকাশ থেকে অন্য বিকাশ
নাম্বারে টাকা পাঠানোর জন্য অনেক সময় বিভ্রান্তির ভিতরে পড়ে যান । কিন্তু আজকে
আমরা একদম সহজভাবে বিকাশ থেকে অন্য বিকাশ নাম্বারে কিভাবে টাকা পাঠানো যায় সেই
নিয়ম সম্পর্কে আজকের এই পোস্টটিতে আলোচনা করা হবে ।
পোস্ট সূচীপত্রঃআপনি যদি বিকাশে টাকা পাঠানো সহজ উপায় সম্পর্কে জানতে চান
তাহলে পোস্টটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করুন তাহলে আর কখনোই সেন্ড
মানি অথবা টাকা পাঠানোর জন্য বিভ্রান্তির ভিতরে পড়ত হবে না ।
বিকাশে টাকা পাঠানোর সহজ উপায় ২০২৪
বর্তমানে মানুষের হাতে হাতে স্মার্ট বা এন্ড্রয়েড ফোন রয়েছে আপনি এই স্মার্ট বা
এন্ড্রয়েড ফোনের মাধ্যমে বিকাশ অ্যাপস ডাউনলোড করে সেখানে আপনার ফোন নাম্বার
দিয়ে লগইন করুন । এবং বিকাশ অ্যাপসে গেলে প্রথমে সেন্ড মানি অপশন পেয়ে যাবেন
এবং সেখানে ক্লিক করুন এরপর যে নম্বরে আপনি বিকাশ করবেন সেই নম্বরটি লিখুন ।
নাম্বারটি লিখা হলে ভালোভাবে নাম্বারটি চেক করে নিন ঠিক আছে কিনা তারপর পরবর্তী
ধাপে আপনি কয় টাকা পাঠাবেন সে টাকা পরিমাণটা লিখুন । এরপরে আপনার পার্সোনাল পিন
নাম্বারটি প্রবেশ করুন এবং সর্বশেষে নিচে একটি ট্যাপ করার জায়গা আছে সেখানে চেপে
ধরুন আপনার টাকা সেন্ড মানি হয়ে যাবে বা টাকা পাঠানো হয়ে যাবে একদম সহজ উপায় ।
বিকাশ অ্যাপস দিয়ে টাকা পাঠানোর নিয়ম
বিকাশ এপস এর মাধ্যমে টাকা পাঠানো বা মোবাইল রিচার্জ করা একদম সহজ । কেননা এই
অ্যাপসের মাধ্যমে আপনার মোবাইলে টাকা পাঠানো মোবাইল রিচার্জ এবং পেয়ে বিল সহ
অন্যান্য অপশন গুলোকে আলাদা আলাদা করে ভাগ করা রয়েছে । আপনি যদি বিকাশ অ্যাপ
সম্পর্কে জানতে চান তাহলে নিচে ভালোভাবে দেখুনঃ
প্রথমে আপনাকে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে গুগলে প্লে স্টোর থেকে বিকাশের
অফিশিয়াল অ্যাপস ডাউনলোড করতে হবে । এবং বিকাশ অ্যাপস ডাউনলোড হয়ে গেলে তখন
সেটাকে লগইন করতে হবে আপনার বিকাশ নাম্বার দিয়ে অবশ্যই খেয়াল রাখবেন আপনার যে
নাম্বারে বিকাশ একাউন্ট খোলা রয়েছে সেই সিমটা যেন সে মোবাইলে থাকে । চলুন তাহলে
দেখে নেয়া যাক বিকাশ অ্যাপ সম্পর্কে।
আপনি যদি বিকাশে টাকা পাঠাতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম বিকাশ এপস টি ওপেন করে
নিচে থাকা লাল চিহ্ন দিয়ে যে সেন্ড মানি অপশনটি আছে সেখানে ক্লিক করুন ।
সেন্ড মানি অপশনে ক্লিক করা হয়ে গেলে আপনি যে নাম্বারটিতে বিকাশে টাকা পাঠাতে
চান সে নাম্বারটি এখানে লিখুন নিচে থাকা লাল চিহ্ন দিয়ে সেটা চিহ্নিত করা আছে
কিভাবে করতে হবে এটা দেখো আপনি করতে পারেন ।
আপনার বিকাশ নাম্বারটি লেখা হয়ে গেলে এরপর আপনি বিকাশ নাম্বারে কত টাকা পাঠাতে
চান সে নাম্বারটা কার পরিমাণ টা লিখুন টাকা পরিমাণ ও মোবাইল নাম্বার লেখার
ক্ষেত্রে খুব সাবধানে থাকবেন যেন ভুল না হয়ে যায় নিচে থাকা লাল চিহ্ন দ্বারা
টাকার পরিমান লেখার জায়গাটা দেখানো হয়েছে ।
আপনার টাকার পরিমান লেখা হয়ে গেলে সবকিছু দেখে নিন যে ঠিকঠাক তোলা হয়েছে কিনা
ফোন নাম্বার টাকার পরিমান তুলেছেন কিনা এরপর আপনি আপনার তিন নাম্বারটা নিচে
চিহ্নিত করা আছে লাল স্থান ওখানে লিখুন।
এবং সর্বশেষ পিন নাম্বার দেয়া হয়ে গেলে নিচে দেখবেন চাঁদের মত আকৃতি আপনাকে
ট্যাব করতে বলছে অর্থাৎ ওই স্থানে চেপে ধরুন দেখবেন মুহূর্তের মধ্যে আপনার সেন্ড
মানি করা হয়ে গেছে বিকাশ অ্যাপ থেকে সেন্ড মানি করলে প্রত্যেক সেন্ড মানি জন্য
পাঁচ টাকা চার্জ কেটে নেওয়া হয় ।
স্মার্ট ফোন বা বাটন ফোন দিয়ে বিকাশ কোড ডায়াল করে টাকা পাঠানোর নিয়ম
অনেকের স্মার্টফোন আছে ফলে তারা সহজে বিকাশ অ্যাপস ব্যবহার করে বিকাশে টাকা
পাঠাতে পারেন কিন্তু অনেকে বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারেন না আবার অনেকের
স্মার্টফোন নেই বাটন ফোন ব্যবহার করেন সেক্ষেত্রে টাকা পাঠানোর নিয়ম অনেকের
অজানা রয়েছে । তাহলে চলুন কিভাবে বিকাশ মেনু কোডের মাধ্যমে টাকা পাঠানো যায় সে
সম্পর্কে আলোচনা করি ।
বিকাশের মেনু কোডঃ *247#
আপনার হাতে থাকা বাটন ফোনে উপরের বিকাশ মেনু করতে ডায়াল করুন তাহলে আপনি একটি
ম্যানু বার দেখতে পাবেন ।
- ধাপ ১ঃ মেনু বাড়ে 1 নম্বর অপশনে '' Send Money'' লেখা রয়েছে সে অপশনটি নির্বাচন করুন ।
- ধাপ ২ঃ এর পরে আপনারা খেয়াল করবেন লিখা আছে '' Enter Received bkash Account No '' এ অপশনটিতে আপনি যে নাম্বারে বিকাশে একাউন্টে টাকা পাঠাবেন সে নাম্বারটি লিখুন ।
- ধাপ ৩ঃ এর পরে দেখবেন লেখা রয়েছে '' Enter Amount '' এই অপশনে আপনি কত টাকা পাঠাতে চান সে পরিমাণ টাকা উল্লেখ করুন ।
- ধাপ ৪ঃ তার পরে লেখা থাকবে দেখবেন '' Enter Reference '' এখানে আপনার নাম বা কোন সংখ্যা দিতে পারেন ।
- ধাপ ৫ঃ এবং সর্বশেষ আপনাকে বিকাশ একাউন্টের গোপন পিন নাম্বার দিয়ে সেন্ড করুন তাহলে আপনার টাকা পাঠানো কার্যক্রমটি শেষ হবে ।
বিশেষ দ্রষ্টব্যঃ বিকাশ মেনু ডায়ালের ফলে টাকা পাঠানোর জন্য প্রত্যেকবার Send
Money করলে আপনার একাউন্ট থেকে পাঁচ টাকা চার্জ কেটে নেয়া হবে ।
সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা (FAQ)
প্রশ্নঃ বিকাশ অ্যাপসের OTP কারো সাথে শেয়ার করা যায় ?
উত্তরঃ বিকাশ অ্যাপসের OTP কারো সাথে শেয়ার করা যায় না এতে করে আপনার
অ্যাকাউন্ট অন্য জন টাকা তুলে নিতে পারে ।
প্রশ্নঃ বিকাশে ক্যাশ আউট করলে হাজারে কত টাকা চার্জ কাটে?
উত্তরঃ বিকাশে ক্যাশ আউট করলে আপনার যদি প্রিয় এজেন্ট নাম্বার থাকে তাহলে ১৪
টাকা ৫০ পয়সা আর যদি প্রিয় নাম্বার করা না থাকে তাহলে ১৮ টাকা ৫০ পয়সা প্রতি
হাজারে চার্জ কাটা হয়ে থাকে ?
প্রশ্নঃ বিকাশে সেন্ড মানি ফ্রি?
উত্তরঃ বিকাশে প্রিয় নাম্বারে সেন্ড মানি করা ফ্রি । এবং অন্য নাম্বারে বিকাশ
করলে একশ টাকা থেকে শুরু করে ২৫ হাজার টাকা পর্যন্ত প্রত্যেক পারসেন্ট মানি করলে
পাঁচ টাকা করে চার্জ প্রযোজ্য হবে ।
প্রশ্নঃ বিকাশ থেকে কি বিদ্যুৎ বিল দেওয়া যায় ?
উত্তরঃ বিকাশ থেকে বিদ্যুৎ বিল সহ পানির বিল গ্যাসের বিল এবং অন্যান্য বিল পরিশোধ
করা যায় ।
শেষ কথা
সম্মানিত পাঠক আজকে আমরা আলোচনা করলাম কিভাবে সহজ উপায়ে বিকাশে টাকা পাঠানোর
নিয়ম সম্পর্কে । আজকের এই পোস্টে আপনাদের ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার
করুন এবং এরকম তথ্য পেতে নিয়মিত ওয়েব সাইট ভিজিট করুন । সবাই ভালো থাকবেন
ধন্যবাদ ।
NETEINFO ওয়েবসাইটে এর নীতিমালা মেনে কমেন্ট করুন কেননা প্রতি কমেন্টের রিভিউ করা হয়
comment url